রেগে গেলেন তো হেরে গেলেন।

in blurt •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

শুভ সন্ধ্যা সবাইকে, @blurt সম্প্রদায়ে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। আমি সব সময় নতুন সৃজনশীল নিবন্ধ লিখতে ভালোবাসি. তাই আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা একটি প্রাচীন লোককাহিনী। আমি আশা করি আপনি আমার ব্লগ পছন্দ করেন. বন্ধুদের ব্লগ উপভোগ করতে দিন.

dispute-4661516_1920.jpg

আমাদের দেশে মানুষের মুখে মুখে একটি প্রাচীন প্রবাদ আছে- "যে সন্তান তার পিতামাতাকে সম্মান করে, সে কখনো মরবে না"। এই শব্দের গভীরতা অনেক বেশি। সবাই এই শব্দের গভীরতা উপলব্ধি করতে পারে না।

পিতা-মাতা সৃষ্টিকর্তার এক অসীম দান। এই অভিভাবকদের মাধ্যমেই আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। কিন্তু অনেক শিশু আছে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বৃদ্ধ বাবা-মাকে ভুলে যায়। ইসলামে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নির্ধারিত। তাই আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের বাবা-মাকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন।

পিতা-মাতা সৃষ্টিকর্তার অশেষ নেয়ামত। মা দশ মাস গর্ভে আমাদের বহন করেছেন, কত কষ্ট, কত কষ্ট বুকে নিয়ে এসেছেন এই পৃথিবীতে। ছোটবেলা থেকেই বাবা ও মা দুজনেই অপরিসীম ত্যাগের মাধ্যমে আমাদের লালন-পালন করেছেন।

সন্তানের জন্মের পর বাবা-মা শিশুকে ঘিরে স্বপ্ন সাজান। সবসময় খেয়াল রাখবেন নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন যাতে বাচ্চা কষ্ট না পায়। কিন্তু মা-বাবা যখন যৌবন পাড়ি দিয়ে বার্ধক্যে পৌঁছে এই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে, তখন অনেক অমানুষ নামধারী শিশুরা অজান্তেই ভুলে যায় এই মা-বাবার প্রতি ভালোবাসার কথা।

argument-238529_1920.jpg

তারা মা-বাবাকে বোঝা মনে করতেন, তাই বর্তমান যুগে অধিকাংশ বাবা-মা বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে থাকেন। এটা কোনো অভিভাবকের ইচ্ছা নয়। কোন বাবা-মা চান না যে তাদের সন্তান তাদের দূরে ঠেলে দেয়।

প্রতিটি ধর্মগ্রন্থেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়েছে। তাই তো আমাদের দেশে বলা হয়, যে সন্তানকে বাবা-মা লালন-পালন করেছেন, সে কখনো মারা যায় না। কারণ পিতা-মাতার দোয়াই সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। পিতা-মাতাকে কষ্ট দিয়ে কেউ বেহেশতে পৌঁছাতে পারবে না। পিতামাতার আশীর্বাদ শিশুকে পিতামাতা-সন্তানের বিকাশের শিখরে আরোহণ করতে সক্ষম করে। তাই আমাদের বাবা-মাকে কখনই ভুলে যাওয়া উচিত নয়।

আমরা আমাদের পিতামাতার যত্ন নেব এবং সর্বদা মনে রাখব যে আমরা একদিন পিতামাতা হব তাই আমরা আমাদের পিতামাতার সাথে উচ্চস্বরে কথা বলব না এবং আমরা কখনই এমন কিছু করব না যা তাদের আঘাত করবে। তবেই আশা করা যায় যে, ইহকাল ও পরকালে শান্তির স্থান হবে।

বন্ধুরা, মানুষ সর্বত্রই মরণশীল কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। তাদের মধ্যে একটি শিশু যারা তাদের পিতামাতাকে ভালবাসে এবং সম্মান করে।

তাই বন্ধুরা, আমরা সবাই আমাদের বাবা-মাকে সম্মান করব এবং ভালবাসব। আমি তাদের কখনও আঘাত করব না। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব।

আজ এ পর্যন্ত. আমার লেখা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবার প্রত্যাশা।

আমার ব্লগে আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুক.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!