Benefits and virtues of gratitude.

in blurtconnect •  last year 

IMG_20221102_062231.jpg

Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

Dear friends, I don't know how you all are doing, but I hope you are doing well by the grace of God Almighty. I am also very well by the grace of God. I am healthy. Today I will discuss something about thanking God.

IMG_20221102_062340.jpg

IMG_20221102_062346.jpg

IMG_20221102_062353.jpg

IMG_20221102_062404.jpg

IMG_20221102_062424.jpg

First of all praise and praise to Allah Almighty Alhamdulillah. God has saved us. We all know what our condition is when we are born as children. Very fragile condition. We can do nothing but watch and see. We can't talk we can't eat alone we can't defecate in place we can't urinate in place. Our condition is once fragile. If we had any problem, then we would only cry, we had nothing to ask for except crying. Then, as we cried, mother would come forward, others would come forward, they would guess what we needed and thus meet our needs. This is our childhood!!

IMG_20221102_062506.jpg

IMG_20221102_062654.jpg

IMG_20221102_062700.jpg

Even in childhood, many people died. When we were sperms, I was a sperm among billions of sperms, that is, I was a sperm. How many competitions did I participate in. Allah Almighty combined me with the ovum as a pimple. At that time, if I or Almighty Allah had not given me that opportunity, then I would never have come to earth. On that day that competition, Almighty Allah helped me, I was stronger than everyone and I was the first to ban eggs. Then I turned into a small fetus. Many people destroy this illusion or get destroyed due to various reasons. He protected me without destroying me in that embryonic state and protected me. He gave me the opportunity to see the light of this world. After that I grew up little by little. Allah the Almighty raised me up. If He had not raised me up, He would have killed me. He would not have allowed me to grow up. I had nothing to do and I did not make any request to Allah for this growth. Raised me slowly in my mother's womb. fed and nurtured me in a very secure place. So there is nothing left but to thank Allah Almighty.

IMG_20221102_062242.jpg

IMG_20221102_062500.jpg

After that, after a certain period of time, Almighty Allah protected me from all kinds of dangers and brought me to the earth. Many children die at the time of their birth i.e. when they come into the world, they are deformed or have no knowledge or intelligence or are disabled or have hands or feet or eyes or teeth or have no teeth. We have seen and heard through the newspapers. But Almighty Allah has protected us from that situation. After that
Almighty Allah has covered us in our youth.

IMG_20221102_062219.jpg

Our hearts have no choice but to sing the praises of Almighty Allah. Therefore, the commandments of Almighty Allah are followed with life. In this, Almighty Allah will bless us and we will not have any fear to stand in the court of justice.

As of today, I am ending here in the next post, I will discuss some other topic, Inshallah. Allah is Hafez.

####################################################################№##############################################################

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন জানি না তবে আশা রাখি মহান আল্লাহ তাআলার মেহেরবানীতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি আজকে আমি আল্লাহর না শুকরিয়া সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

IMG_20221102_062115.jpg

প্রথমে মহান আল্লাহ তারিফ ও প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাচাইয়া রাখিয়েছেন। আমরা শৈশবে যখন জন্মগ্রহণ করি তখন আমাদের অবস্থা কি রকম হয় এটা সবাই জানে। একেবারে নাজুক অবস্থা। আমরা তাকায় থাকা এবং দেখা ছাড়া কিছুই করিতে পারি না। আমরা কথা বলতে পারি না আমরা একা খাইতে পারি না আমরা জায়গামতো পায়খানা করতে পারি না জায়গা মতে প্রসাব করতে পারি না। আমাদের অবস্থা একবারই নাজুক অবস্থা থাকে। আমাদের কোন অসুবিধা হইলে তখন শুধু আমরা কান্না করিতাম কান্না ছাড়া আমাদের আর চাওয়া পাওয়ার কিছুই ছিল না। তখন আমরা কান্না করার ফলে মা এগিয়ে আসতো অন্যরা এগিয়ে আসতো কি প্রয়োজন তারা অনুমান করত এবং সেই হিসেবে আমাদের প্রয়োজন মেটায় তো। এইতো আমাদের শিশুকাল!!

IMG_20221102_062123.jpg

সেই শিশুকালেও অনেকে মৃত্যুর মুখে পতিত হয়। যখন আমরা স্পার্ম ছিলাম তখন কোটি কোটি স্পার্মের ভিতর আমি একটি স্পার্ম ছিলাম অর্থাৎ শুক্রাণু ছিলাম আমি কত প্রতিযোগিতা করে কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মহান আল্লাহ তা'আলা আমাকে ব্রণ হিসাবে ডিম্বকে সাথে মিলাইয়া দিয়েছে। সেই সময় যদি আমি বা মহান আল্লাহতালা আমাকে সেই সুযোগ না দিতেন তাহলে আমি কখনোই পৃথিবীর বুকে আসতে পারতাম না। সেই দিন সেই প্রতিযোগিতা মহান আল্লাহতালা আমাকে সাহায্য করেছে আমি সবার থেকে শক্তিশালী ছিলাম এবং সবার আগে আমি ডিম্বকে নিষিদ্ধ করেছিলাম। এরপর আমি ছোট্ট ভ্রূণে পরিণত হয়। অনেকে আবার এই ভ্রম নষ্ট করে ফেলে বা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে আমাকে সেই সময়ে সেই ভ্রুণ অবস্থায় আমাকে নষ্ট না করে আমাকে হেফাজত করেছেন আমাকে রক্ষা করেছেন আমাকে এই পৃথিবীর বুকের আলো দেখা তৈফিক দান করেছেন এইজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমি তিলে তিলে বড় হয়েছি মহান আল্লাহতালা আমাকে বড় করেছেন আমাকে যদি বড় না করে সেখানে মৃত্যু দিতেন বড় হতে না দিতেন তাহলে আমার করার কিছু ছিল না আর এই বড় হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কোন প্রকার আবেদন নিবেদন দরখাস্ত কিছুই করি নাই আল্লাহতালা দয়া এবং মায়া করে আমাকে ধীরে ধীরে ধীরে ধীরে মায়ের গর্ভে বড় করেছেন। খাওয়াই আছেন এবং অত্যন্ত সুরক্ষিত একটা স্থানে আমাকে লালন পালন করেছেন। তাই মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় ছাড়া আর কিছুই বাকি থাকে না।

IMG_20221102_062213.jpg

এরপর নির্দিষ্ট সময়ের পর মহান আল্লাহ তা'আলা আমাকে সর্বপ্রকার বিপদ হতে হেফাজত করে পৃথিবীর বুকে নিয়ে আসিয়াছে। অনেক শিশু তার প্রসব করার সময় অর্থাৎ পৃথিবীতে আগমন করার সময় মারা যায় বিকলিঙ্গ হয় জ্ঞান থাকে না বুদ্ধি থাকে না প্রতিবন্ধী হয় হাত থাকে না পা থাকেনা চোখ থাকে না দাঁত থাকে না এক জায়গায় হয়ে যায় এরকম অনেক ঘটনা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই অর্থাৎ বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি এবং শুনেছি। কিন্তু মহান আল্লাহতালা আমাদেরকে সেই অবস্থা হইতে হেফাজত করেছেন। এরপর
মহান আল্লাহতালা আমাদের কৈশোর এ পোছাইয়াছেন।

IMG_20221102_062123.jpg

মহান আল্লাহতালার প্রশংসা গাওয়া ছাড়া আমাদের অন্তর কোন উপায় নেই। তাই মহান আল্লাহতালার হুকুম গুলোকে জীবন দিয়ে পালন করে যায়। এতে মহান আল্লাহতালা আমাদের কে তোফিক দান করবেন এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোন প্রকার ভয় থাকবে না।

আজকের মত এখানেই শেষ করছি আগামী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord


** Your post has been upvoted (1.71 %) **