Health benefits of bottled water.

in blurthealth •  2 years ago 

ASSALAMUALIKUM OA
ROHMATULL

Hello..!!
My Dear Blurt,
I am @ranna001 from Bangladesh

Assalamu alaikum asa kari you all are fine. By God's grace I am fine too. Today I will share with you the health benefits of bottled water.

Health benefits of bottled water.

90312_342.jpg

source

Canned water is a unique ingredient to strengthen the body. The country is embracing the scorching hot summer as a farewell to spring. As a result, when it is difficult to pass the morning without water, people are passing the day without food and drink for fasting. So almost everyone is dehydrated. Fatigue and exhaustion at the end of the day. Not interested in any work. However, canned water is a unique ingredient to strengthen the body.

Dab water is a great medicine to relieve body fatigue in summer. Because water gives instant relief to the body. Helps to fill the lack of water in the body and maintain the balance of minerals. Moreover, some free radicals in the body destroy various cells. But the antioxidants in canned water prevent this cell destruction.

Dub water is a natural drink that is beneficial for kidney and diabetic patients. Studies have shown that the substantial amount of magnesium in tap water increases the effectiveness of insulin, which helps regulate blood glucose levels. Besides, this water helps prevent kidney stones.

Nutritionists have been giving various suggestions about the health benefits of bottled water. They also said that they are naturally healthy by consuming bottled water regularly. In this regard, nutritionist Samina Zaman Kajri said, severe heat causes dehydration in the body. Bottled water is very effective to eliminate these dehydration. Because bottled water contains proteins, fats, carbohydrates, vitamins and minerals. Which helps to keep the body fresh.

Also Read: How To Avoid Diarrhea In Summer

Research says that 100 grams of canned water contains 94 grams of water. Contains small amounts of fat, carbohydrates and other nutrients. Even this water has a good combination of vitamins, calcium, manganese, sodium and potassium. Moreover, there are some nutrients in tap water, which become effective as soon as they enter the body.

The health benefits of bottled water are known based on various studies. At this stage, some benefits of bottled water are highlighted-

Increases digestive power
Various natural enzymes in canned water for various stomach problems; For example, it helps in relieving diarrhea and constipation etc. As a result, digestion increases. Food tastes good.

In skin care
Dub water has antifungal and antibacterial properties, which are very effective in skin infections and other problems. It also acts as a moisturizer to remove excess oil from the skin. Even the anti-ageing properties in the dab water remove blemishes and wrinkles and keep the skin fresh.

Strengthens bones
Calcium and magnesium nutrients are needed to keep bones strong. Therefore, the calcium and magnesium content in the canned water helps to keep the bones healthy.

Reduces appetite - increases energy
Drinking bottled water keeps the stomach full for a long time. As a result, the tendency to hunger decreases. Eating less. Since it does not contain fat, it keeps the weight under control. Moreover, the natural sugars and minerals in the bottled water keep the body cool and moist. Besides, magnesium, potassium and fiber help to increase the energy. That's why during World War II, soldiers were given bottled water as an alternative to saline. .

Keeps kidney well
Dub water contains diuretic substances, which are responsible for urinary tract infections. But this water destroys bacteria and increases immunity in the body.

Controlling high blood pressure
Canned water plays a particularly effective role in lowering cholesterol levels. Because a lot of potassium, magnesium and vitamin C in this water helps to control high blood pressure. As a result, the risk of heart disease is reduced. So high blood pressure patients can drink bottled water.

Diabetes control
The substantial amount of magnesium in tap water increases the effectiveness of insulin, which helps control blood glucose levels. As a result, diabetic patients remain healthy.

Also Read: Benefits of Gourd

However, in the case of kidney patients, experts have advised to take some precautions in drinking bottled water. According to them, kidney patients can drink a glass of canned water three days a week because of high potassium content in their blood. However, it is better to eat less amount of other fruits with potassium on the day after drinking canned water.

In this summer, drinking water will play a special role in keeping the mind fresh by increasing the immunity of the body. So you can drink a glass of bottled water regularly to stay healthy.

শরীর চাঙা করতে ডাবের পানি এক অনন্য উপকরণ বসন্তের বিদায় লগ্নে প্রখর তাপদাহ গ্রীষ্মকে আলিঙ্গন করছে দেশ। ফলে পানি ছাড়া যখন সকাল পার করা কষ্টকর, তখন রোজার জন্য পানাহার বিহীন দিন পার করছে মানুষ। তাই প্রায় প্রত্যেকের দেহে পানিস্বল্পতা দেখা দেয়। দিন শেষে ভর করে ক্লান্তি ও অবসাদ। কোনো কাজে তেমন আগ্রহ থাকে না। তবে এসময় শরীর চাঙা করতে ডাবের পানি এক অনন্য উপকরণ।

গ্রীষ্মে শরীরের ক্লান্তি দূর করতে ডাবের পানি এক মহৌষধ। কেননা পানি শরীরে তাৎক্ষণিক প্রশান্তি দেয়। শরীরে পানির অভাব পূরণ করতে ও খনিজ পদার্থের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাছাড়া দেহে কিছু ফ্রি-র‌্যাডিক্যাল বিভিন্ন কোষকে ধ্বংস করে। কিন্তু ডাবের পানিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট এই কোষ ধ্বংসকে প্রতিরোধ করে।

ডাবের পানি কিডনি ও ডায়বেটিস রোগীর জন্য উপকারী এক প্রকৃতিক পানীয়। গবেষনায় দেখা যায়, ডাবের পানিতে থাকা যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম ইনসুলিনেরর কার্যকারিতা বাড়ায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে এই ডাবের পানি।

ডাবের পানির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে পুষ্টিবিদরা বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। নিয়মিত ডাবের পানি সেবনে প্রকৃতিকভাবে সুস্থ থাকার কথাও জানান তারা। এ বিষয়ে পুষ্টিবিদ সামিনা জামান কাজরী বলেন, প্রচন্ড তাপদাহে শরীরে পানিস্বল্পতা দেখা দেয়। এসব পানিস্বল্পতা দূর করতে ডাবের পানি অত্যন্ত কার্যকর।কারণ ডাবের পানিতে প্রোটিন, ফ্যাট, কার্বো-হাইড্রেড, ভিটামিন ও মিনারেল রয়েছে। যা শরীরকে তরতাজা রাখতে সহায়তা করে।

আরও পড়ুন: গরমে ডায়রিয়া থেকে বাঁঁচার উপায়

গবেষণা বলছে, ১০০ গ্রাম ডাবের পানিতে ৯৪ গ্রামই থাকে পানি। অল্প পরিমাণে ফ্যাট, কার্বো-হাইড্রেড ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। এমনকি এ পানিতে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাংগানিজ, সোডিয়াম ও পটাশিয়ামের রয়েছে ভালো সমন্বয়। তাছাড়া ডাবের পানিতে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরে প্রবেশ করা মাত্র অঙ্গপ্রতঙ্গ কার্যকর হয়ে ওঠে।

বিভিন্ন গবেষণার ভিত্তিতে ডাবের পানির স্বাস্থ্য উপকারিতার কথা জানা যায়। এ পর্যায়ে ডাবের পানির কিছু উপকারিতা তুলে ধরা হলো-

হজম শক্তি বৃদ্ধি
ডাবের পানিতে থাকা বিশেষ ধরণের প্রাকৃতিক এনজাইম পাকস্থলীর বিভিন্ন সমস্যা; যেমন, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে সাহায্য করে। ফলে হজমশক্তি বৃদ্ধি পায়। খাবারের রুচি ঠিক থাকে।

ত্বকের যত্নে
ডাবের পানিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যায় বেশ কার্যকর। এছাড়া ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এমনকি ডাবের পানিতে থাকা অ্যান্টি-এজিং প্রপার্টিস শরীরের দাগ ও বলিরেখা দূর করে ত্বককে রাখে সতেজ।

হাড় মজবুত করে
হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পুষ্টিগুণ। তাই ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের উপাদান হাড়কে ভালো রাখতে সাহায্য করে।

ক্ষুধা কমায়-শক্তি বাড়ায়
ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে ক্ষুধার প্রবণতা কমে আসে। খাওয়া কম হয়। এতে চর্বি না থাকায় ওজন নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা ও মিনারেল শরীরকে শীতল ও আর্দ্র রাখে। এছাড়া ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি দেওয়া হতো। ।

কিডনি ভালো রাখে
ডাবের পানিতে রয়েছে ডাই-ইউরেটিক উপাদান, যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী। কিন্তু এ পানি ব্যাকটেরিয়াকে নষ্ট করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
ডাবের পানি কোলেস্টরেলের মাত্রা কমাতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। কেননা এ পানিতে থাকা প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। তাই উচ্চ রক্তচাপের রোগীরা ডাবের পানি খেতে পারবেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে
ডাবের পানিতে থাকা যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম ইনসুলিনেরর কার্যকারিতা বাড়ায়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরা সুস্থ্য থাকে।

আরও পড়ুন: লাউয়ে আছে যত উপকার

তবে কিডনি রোগীদের ক্ষেত্রে ডাবের পানি পানে কিছু সতর্ক অবলম্বন করার কথা বলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় তারা সপ্তাহে তিন দিন এক গ্লাস করে ডাবের পানি খেতে পারেন। তবে ডাবের পানি খেলে সেদিন পটাশিয়াম যুক্ত অন্য ফল কম পরিমাণে খাওয়া ভালো।

এই গরমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মন সতেজ রাখতে ডাবের পানি বিশেষ ভূমিকা রাখবে। তাই সুস্থ থাকতে নিয়মিত এক গ্লাস ডাবের পানি পান করাই যেতে পারে।

Thanks for reading my post.
@ranna001

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!