সময়ের সাথে সাথে তোলা কিছু আলোকচিত্র

in instablurt •  2 years ago 

আমার তোলা কিছু আলোকচিত্র
নতুন কিছুর খোঁজে ✨


Polish_20220729_114056303.jpg

শুভ সকাল । আশাকরি সবাই ভালো আছেন। যদিও জানি অনেকেই অসুস্থতার সাথে লড়াই করছেন আর লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পরেছেন। উপর ওয়ালা সবাইকে সুস্থতা দান করুন আর লোডশেডিং হয়তো এতো সহজে যাবে না, আমাদের এভাবেই অভ্যস্ত হয়ে উঠতে হবে। যাক এগুলো ছিল ভিন্ন বিষয়, এবার আসি আজকের পোস্টের বিষয়ে। যখন থেকে আমার নতুন মোবাইল ফোন কিনেছি, ছবি তুলতে বেশ ভালোই লাগে। এই মোবাইলে ছবি মোটামুটি ভালো আসে তাই ছবি তোলার বেশ নেশা পেয়ে গেছে। চলুন আজ আপনাদের আমার কিছু ছবি দেখাই। আমি সবসময়ই নতুন কিছু খুঁজে বেড়াই, সব আপনাদের জন্য 🤗 আশাকরি আজকের ছবিগুলো ভালো লাগবে। চলুন দেখে আসি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220726080957~2-01.jpeg

IMG20220726081028~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এটা ভীষণ ছোট্ট ঘাসফুল যা আমার মোবাইলে থাকা ম্যাক্রো লেন্স ব্যাবহার করে তুলতে সক্ষম হয়েছি। আসলে ছোট্ট ঘাসফুলের মাঝেও যে অপরুপ সৌন্দর্য্য লুকিং থাকতে পারে তা খুব ভালো ভাবে খেয়াল না করলে বুঝবেন না। আসলে চেষ্টা করতে হবে সৌন্দর্য খুঁজে বের করার। এখানে একটা বিষয় হচ্ছে বেশি দূরে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র মনের জানালা খুলে তাকিয়ে দেখুন প্রকৃতি কত সুন্দর। প্রকৃতি আমাদের নিরাশ করে না কিন্তু আমরা প্রকৃতিকে নিরাশ করি বিভিন্নভাবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220606175735~2-01.jpegIMG20220606175652~2-01.jpeg

IMG20220606175644~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টি। কত সুন্দর করে তিনি প্রতিটি প্রানী সৃষ্টি করেছেন। এই জুয়েল বাগ আমার সবসময়ই ভালো লাগে। সবুজ ঘাসের মাঝে যেন অপরুপ বর্নীল এক রত্ন। আমি একে দেখা মাত্রই ছবি তুলতে চেষ্টা করি। কেমন লাগে আপনাদের এই চমৎকার পোকাটি ?

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220630203154~2-01.jpeg

IMG20220630203300_BURST007~3-01.jpegIMG20220630203422~3-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এই পোকাটি মোটামুটি সবাই চেনেন, এটা ঘাস ফড়িং। একে পেতে হলে জঙ্গলে যেতে হয়না আমার, এটি লাফিয়ে লাফিয়ে ঘরে চলে আসে। আর আমার মেয়ে ঈলমা এটাকে সবুজ ঘোড়া বলে। সে মাঝে মাঝে ধরে সুতা লাগিয়ে ঘরের ভেতর ছেড়ে দেয়। বলতে পারেন এটা অতিথির মতো মাঝে মাঝেই ঘরে এসে হানা দেয়।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220723123427~2-01.jpegIMG20220723123723~2-01.jpeg

IMG20220723120823~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এক জোড়া কবুতর 🕊️ । না আমি এখন কবুতর পালন করছিনা। গতকাল আমার লাভ বার্ডের জন্য খাবার কিনতে গিয়ে তাদের দেখা পেলাম। খুব ইচ্ছে করছিল বাসায় এনে লালন পালন করি কিন্তু থাকি অন্যের বাসায় এতো কিছু রাখতে দেবে না, এই একটা সমস্যা। তবে খুব ইচ্ছে আছে একদিন আমার অনেক রকম পাখি থাকবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

IMG20220723215809~2-01.jpegIMG20220723215646~2-01.jpeg

IMG20220723215405~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট:- স্নেপসিড

এই পোকাটার নাম আমি সঠিক জানিনা তবে ঝিঁঝিঁ পোকা হতে পারে। আপনারা কেউ এর নাম জানলে জানাবেন 🤗 এটি মাঝে মাঝেই ঘরের ভেতর চলে আসে। অবাক হলাম তার ছবি তুলতে গিয়ে একবার ডিগবাজির মতো দিল । আমি ছবি তুলে তাকে বিদায় করেছি ঘর থেকে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprNwBZoigdjFeJnSKzvPg7WgCQfuvirgKNwdfP1zH9visNakn7aiz5tQ93srT63fEXq6osFuFWuKcx9VNzn41M9PSVdYmsbZ62yAkKE4W4NeZne2.png

🪴 পরিশেষ 🪴


আমার তোলা আজকের ছবিগুলো কেমন লাগলো আশাকরি জানাবেন। আমি সবসময়ই নতুন কিছু খোঁজার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আপনাদের অনুপ্রেরণা সবসময়ই আমাকে কাজের গতি বাড়িয়ে দেয় বহুগুণে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।


বিদায় নিলাম 🤗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!