হঠাৎ করে ভ্রমণ আর কিছু আনন্দ ময় সময়

in instablurt •  2 years ago 

ভ্রমন অভিজ্ঞতা :)
🛶 টংগী নদীবন্দর ইকোপার্ক ভ্রমন 🛶

🍄 সুত্রপাত 🍄

আমি আসলে একটু অন্য ধাঁচের মানুষ, বলতে পারেন মুক্তমনা। আমি কোথাও বন্দি আর সংকীর্ণ জীবনযাপন করতে পছন্দ করিনা। কিন্তু অনেক সময় জীবনের কঠিন কিছু বাস্তবতার কারনে অনেক কিছু হয়ে ওঠেনা। তবে একটা বিষয় হলো যখন কোথাও ভ্রমন করার সুযোগ পাই তখন আর হাতছাড়া করিনা সুযোগটা। গত শুক্রবার @limon88 কে বলছিলাম কোথায় যাওয়া যায় একটু মানসিক প্রশান্তির জন্য। সে বলল টংগী নদীবন্দর ও ইকোপার্ক যাওয়া যায়। তখন দু'জনে বেরিয়ে পড়লাম আমাদের লক্ষের দিকে।

"ভ্রমন প্রস্তুতি ও যাতায়াত"
IMG20220805174345~2.jpgIMG20220805174334~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

আমরা যেখানে বসবাস করি ঠিক তার পেছনেই রয়েছে টংগী নদী। আমাদের পরিকল্পনা হলো নদী পেরিয়ে আমরা টংগী নদীবন্দর পৌছাবো। যেইকথা সেই কাজ, দুজনেই চলে গেলাম মুন্ডা নৌকা ঘাটে। সেখানে পৌঁছানোর পর দেখলাম আমাদের নৌকা প্রস্তুত রয়েছে ওপারে যাওয়ার জন্য। লিমনকে নিয়ে উঠে পড়লাম।। নৌকায় চড়তে কেমন যেন ভয় লাগে আমার ☺️ তবুও নৌকাটা বেশ বড় আর ইন্জিন চালিত ছিল বিধায় খুব তাড়াতাড়ি ওপারে পৌঁছে যাই আমরা। সেখান থেকে রিকশা নিয়ে পৌঁছে যাই টংগী নদীবন্দর।

টংগী নদীবন্দর ও ইকোপার্ক
IMG20220805181646~2.jpgIMG20220805181058~2.jpg

IMG20220805180954~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

অবশেষে আমরা নদী বন্দরে প্রবেশ করলাম। প্রবেশ দ্বার বেশ বড় হলেও ছোট একটি গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে, যদিও এটি নিরাপত্তার স্বার্থে। ভেতরে প্রবেশের পর দেখলাম লোকে লোকারণ্য অবস্থা। বিশেষ করে ছবি তোলার জন্য আর কিছু সময় নদীর পাড়ে ভালো সময় কাটানোর জন্য লোকের অভাব নেই। আমার ভেতরের পরিবেশ দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর নিরাপত্তা প্রহরী রয়েছে ভেতরে।

IMG20220805182700~2.jpgIMG20220805181702~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

পুরো জায়গাটাতে বাচ্চাদের খেলনা আর মেয়েদের সাজসজ্জার জিনিসের অভাব নেই। বিশেষ করে বাচ্চাদের আকৃষ্ট করার জন্য রংবেরংয়ের বেলুন 🎈 রয়েছে। দেখলাম একটি বাচ্চা ময়ূর বেলুন ওড়াচ্ছে।
IMG20220805182446~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

একটি লোক দেখলাম মেয়েদের মাথার খোপা বাঁধার সরঞ্জাম বিক্রি করছে। আমি যখনি ছবি তুলতে গেলাম, দেখলাম সে বেশ ইতস্তত বোধ করছে। হয়তোবা সে এই পেশা জীবিকার তাগিদে অনিচ্ছা সত্ত্বেও করছে। আসলে বাস্তবতায় এক এক জনের গল্প এক এক রকম।

IMG20220805181854~2.jpgIMG20220805181955~2.jpg

IMG20220805182157~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

ফুলের সৌন্দর্য সবসময়ই আমাকে টানে, তাই সুযোগ পেলেই ছবি তুলি। ভেতরে বিভিন্ন রকম অসংখ্য ফুলের গাছ রয়েছে। আমি কিছুটা সময় নিয়ে এই ছবিগুলো তুললাম। আমার গতকালের ছবিগুলোর মধ্যে এখানকার কিছু ছবি রয়েছে।

IMG20220805182752~2.jpg

IMG20220805182749~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

আসলে আমরা বাঙালিরা সবকিছুতেই বেশি উৎসুক। আমি যখন ছবি তুলেছিলাম হঠাৎ কেমন একটা হুড়োহুড়ির আওয়াজ পেলাম। দেখলাম একজন কার্টুন ক্যারেক্টারের পোষাক পরে সবার সামনে এসেছে কিন্তু সে তার কাজ দেখানোর আগেই বিরম্বনার শিকার হয়। উৎসুক জনতা তার গায়ের উপর উঠে সেলফি আর ছবি তোলার জন্য মরিয়া হয়ে ওঠে। সে তার কসরত দেখানো তো দূরের কথা তার অবস্থা খারাপ হয়ে গেল।

IMG20220805182527~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

ভেতরে খাবারের দোকান বলতে ফুচকা আর চটপটির দোকান রয়েছে সারি সারি। সবাই বেশ আনন্দ নিয়ে ফুচকা খাচ্ছে দেখলাম। তবে কেন যেন ফুচকা আমার ভালো লাগে না। তাই ঘোরাঘুরি দিকে মনযোগ দিলাম

IMG20220805183028~2.jpgIMG20220805183038~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

এবার নদীর পাড়ের দিকে অগ্রসর হলাম পুরো পরিবেশটা দেখার জন্য। যেহেতু বর্ষাকাল নদীতে পানি ছিল তবে অন্যান্য বারের তুলনায় বেশ কম। এখানে নদীর পাড় খুব চমৎকারভাবে বাধাই করা আর উপচে পড়া ভিড়। তবুও কিছু সময় দাঁড়িয়ে নদী দেখছিলাম। হঠাৎ উচ্চস্বরে মিউজিক শুনতে পেলাম দেখলাম একদল তরুণ নৌকা আর সাউন্ড সিস্টেম নিয়ে বেশ উপভোগ করছে। তারা নৌকার উপর নাচ করছিল। আসলে আনন্দ বলে কথা, ভালোই লাগলো

IMG20220805182557~2.jpgIMG20220805183436~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি

অবশেষে ফেরার জন্য সিদ্ধান্ত নিলাম। এবার একটু অন্য পথে বাসায় ফেরার সিদ্ধান্ত নিলাম। দেখলাম ঘাটে নৌকা রয়েছে তাই ওঠে পড়লাম।

IMG20220805183143~2-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- সংযুক্তি
ছবি ইডিট :- স্নেপসিড

এবার নৌকায় ওঠার আগ মুহূর্তে ছবি তুললাম আমাদের। এরপর নৌকায় উঠে অপর পাড়ে এসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

🪴 পরিশেষ 🪴

আসলে ভ্রমণ করাটা আমাদের জন্য খুব জরুরী এতে করে মানসিক প্রশান্তি আর কিছুটা আনন্দ পাওয়া যায়। আমাদের সময়টা সত্যিই খুব ভালো কেটেছে ওখানে। আপনাদের কেমন লাগলো আশাকরি জানাবেন।

বিদায় নিলাম 🤗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!