আমার তোলা কিছু অসাধারণ ছবি।

in instablurt •  2 years ago 

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


📸 ছবি নং - ০১ 📸


20220508_155503.jpg

Plus code : MXC6+GM

গোধূলী বিকালে একদল কিশোর বল হাতে নিয়ে খেলার উদ্দেশ্য যাচ্ছে। ছবিটির ভিতরে লুকিয়ে আছে শৈশবের স্মৃতি। এই ছবিটি দেখলে যে কারোরই তাদের ছেলেবেলার কথা মনে পড়ে যাবে। একসময় আমরাও এইভাবে দলবেধে খেলতে যেতাম। ছবিটি কয়েক মাস আগে তুলেছিলাম।

📸 ছবি নং - ০২ 📸


20220508_160223.jpg

Plus code : MXC7+J9

একজন দায়িত্ববান বাবা। এই ছবিটির ভিতরে লুকিয়ে আছে একজন বাবার তার পরিবারের প্রতি দায়িত্বশীলতার গল্প। এই লোকটি আমাদের এলাকার একজন বাকপ্রতিবন্ধী। কিন্তু তবুও তিনি তার সন্তানদের লালন পালনে কোনো কমতি রাখেন নি। ছবিটি তোলা হয়েছিলো কয়েক মাস আগে আমাদের এলাকার একটি ইট ভাটা থেকে যেখানে এই ভদ্র লোকটি একজন শ্রমিক হিসাবে কাজ করেন।

📸 ছবি নং - ০৩ 📸


PicsArt_09-29-07.30.33.jpg

Plus code : MXF6+MR

সন্ধার আকাশে লালজবা। ফুল সবাই ভালোবাসে। একেকজনের পছন্দ একেক রকম। তবে জবা ফুল আমার ভীষণ ভালো লাগে আবার যদি সেটা হয় লাল জবা তবে তো সোনায় সোহাগা। জবা ফুলের এই ছবিটি তুলেছিলাম আমার এক বান্ধবীর জন্মদিন এ ওদের বাড়ি থেকে।

📸 ছবি নং - ০৪ 📸


Picsart_22-05-22_11-06-28-855.jpg

Plus code : MX7P+39

শৈশবের কিছু স্মৃতি। ছবিটি দেখতে সত্যিই ছেলেবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় এইভাবে কতো মাছ ধরেছি তার হিসাব নেই। আর মাছ ধরার পর কাদামাখা শরীর নিয়ে যখন বাবিতে ফিরতাম তখন আমার আম্মু মার খেতে হতো। গত সপ্তাহে খোলাহাটিতে গিয়ে দেখি এই ছেলেগুলো মাছ ধরছে। তাই তাদের ছবি তুলে নিলাম।

📸 ছবি নং - ০৫ 📸


Picsart_22-05-22_10-58-25-348.jpg

Plus code : MW38+97X

রাতের বেলা বৃষ্টির সময় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের একটি দৃশ্য। কয়েকদিন আগে সন্ধার পর একটু কাজের জন্য পার্বতীপুরে গিয়েছিলাম। কাজ শেষে স্টেশনে বসে এক বন্ধুর সাথে গল্প করছিলাম। তারপর শুরু হয়ে গেলো বৃষ্টি। বৃষ্টির মধ্যেই একটি ট্রেন চলে আসলো স্টেশনে। দৃশ্যটি খুবই ভালো লাগলো তাই ছবিটি তুললাম।

📸 ছবি নং - ০৬ 📸


20220507_170621.jpg

Plus code : MXC7+68

খোলা আকাশের নীচে একটি জমিতে কচুরিপানার সমাহার। কচুরিপানা গ্রামাঞ্চলে খুবই একটি পরিচিত জলজ উদ্ভিদ। এর ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়। বিশাল একটা জায়গা জুড়ে যদি কচুরিপানার ফুল ফোটে তাহলে সেই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর হয়। আমাদের গ্রামের একটি পুকুরের পাশের একটি জমিতে কচুরিপানার ফুল ফুটেছে। তাই ছবিটি তোলা।


DeviceSamsung Galaxy M20
EditLighroom & Picsart
Capture@sumon01

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!