শখের ফটোগ্রাফি

in instablurt •  2 years ago 

আজকে আমি আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। প্রকৃতির সৌন্দর্য গুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে খুব ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে আমার বাড়ির আশপাশে থেকে ফটোগ্রাফি করার কিছু সুন্দর্য তুলে ধরব। রাতের সৌন্দর্য ছোট উদ্ভিদ এবং কিছু গ্যালারি থেকে সংগ্রহ করা ছবি এই পোস্টে শেয়ার করেছি চলুন তাহলে বিস্তারিত দেখে আসা যাক।


🌹📷ফটোগ্রাফি১🌹

20220415_181012-01.jpeg


সন্ধ্যার আকাশ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • গতকালকে ইফতার নিয়ে বাজারের উদ্দ্যেশে যাচ্ছিলাম। আব্বু আর ভাইয়া দোকানে থাকে যার জন্য ইফতারের আগ মুহূর্তে তাদের জন্য ইফতারি নিয়ে দোকানে যেতে হয়। বাড়িতে গিয়ে ইফতার গুলো টিফিন বাটিতে নিয়ে বাজারের উদ্দ্যেশে যেতে লক্ষ্য করলাম সূর্য অস্ত যাওয়ার পর আকাশে দারুন লাল মেঘ ভাসছে। আসলে দেখতে খুবই সুন্দর লাগছিলো আর সেটা ফটোগ্রাফিতে শেয়ার করা ছবি দেখলেই বুঝতে পারবেন।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20220330_150035-01.jpeg


হাইওয়ে রাস্তা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • কুষ্টিয়া ঢাকা হাইওয়ে রোড। বাইক নিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছে খুব ভালো লাগে আর তাই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বাইক নিয়ে ট্রাভেল করি। কোন এক সময় ঢাকা টু কুষ্টিয়া হাইওয়ে রাস্তার ছবি তুলেছিলাম আর সেটাই শেয়ার করেছি।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20220419_111754-01.jpeg


ঘাসের ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ছবিটা তুলেছিলাম আমাদের বাড়ির পুকুর পাড় থেকে। পুকুর পাড়ে বিভিন্ন রকমের ঘাস জন্মেছে আর এক প্রজাতির ঘাসের সাদা ফুল ফুটেছে আর সেটি ফোন ক্যামেরার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি। ছবিতে থাকা ঘাসের ফুলের নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20220418_215258-01.jpeg


চাঁদনি রাত।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • গরমের দিনে বেশিরভাগ সময় বিদ্যুৎ চলে গেলে বাইরের ঠান্ডা বাতাস উপভোগ করি। গতরাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরে বাসার ছাদের উপর গিয়ে বসলাম আর দেখলাম জ্যোৎস্নার আলো। গাছের আড়ালে জোসনার আলো পুরোপুরি দেখতে পারছিলাম না তার পরেও ছবি তুলেছিলাম পরে দেখলাম বেশ ভালোই হয়েছে।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

IMG-20220418-WA0006-01.jpeg


মন্দির।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • এর আগে খুলনা গিয়েছিলাম সেটা কয়েকটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি আর খুলনা থেকে বাড়ি ফেরার পথে যশোরের একটি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আর সেখান থেকেই এই ছবি তুলেছিলাম। আসলে মন্দিরের নামটি সঠিক স্মরণ নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

G5wmUYiGzQuGNbHnzHDvwBkDsnK-01.jpeg


আমের মুকুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি আম বাগান আছে। ছোট ছোট আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে আর আম গাছ গুলো ছোট হওয়ায় মুকুল গুলো নিচ থেকে ধরা যায়। কিছুদিন আগে আমবাগানে আমের মুকুল দেখতে গিয়ে এই ছবিটা তুলেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20220419_111458-01.jpeg


নাম না ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমাদের বাড়ির পেছনে বাঁশ বাগান আছে আর বাঁশ বাগানের পাশেই ছোট ছোট কিছু উদ্ভিদের সাদা রঙের ফুল ফুটেছে। যদিও উদ্ভিদটির নাম জানিনা তবে সাদা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি সাদা ফুল গুলোর ছবি তুলেছিলাম। যদি কারো এই উদ্ভিদের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আজ এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!