বন্ধুত্ব ও ভালোবাসা।

in life •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুত্ব ও ভালোবাসা কোনটি বেশি জীবনের জন্য প্রয়োজন। চলুন বন্ধুরা সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি।

hands-ge2df797ee_1920.png

আমরা পৃথিবীতে সমাজবদ্ধ হয়ে বসবাস করে থাকি। আমরা একজনের প্রয়োজনে আরেকজনকে সব সময় প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। আমরা কেউই একা একা জীবন যাপন করতে পারিনা তাই আমাদের বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবন অতিবাহিত করার জন্য।বন্ধু হলো জীবনের একটি বিশেষ অংশ কারণ আপনি বন্ধু ছাড়া জীবন অতিবাহিত করতে পারবেন না তাই আপনাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে জীবনের সবচেয়ে মূল্যবান পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আপনাকে সব সময় সঠিক মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে তাহলে আপনার জীবন সুন্দর হবে।

আমরা আমাদের সঙ্গ দোষে খারাপ পথে ধাবিত হয় কারণ যার সংগ দোষ খারাপ সে খারাপ পথে ধাবিত হয়ে থাকে কারণ খারাপ মানুষেরা সবসময় বেপথে এবং খারাপ কাজের সাথে লিপ্ত থাকে তারা বিভিন্ন অপরাধ কর্মের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে কিন্তু একজন সৎ বন্ধু আপনাকে সঠিক পথ দেখাবে এবং আপনাকে সঠিক জীবন যাপন করার পথে ধাবিত করবে।

আমরা একাকী কেউ জীবন অতিবাহিত করতে পারিনা তাই আমাদের জীবনে বন্ধুর গুরুত্ব অপরিসীম একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। কারণ আপনার সৎ বন্ধু আপনাকে জীবনের সর্বক্ষেত্রে আপনার পাশে ছায়ার মত আপনাকে সাহায্য করবে তাই আপনাকে সর্বপ্রথম বন্ধু নির্বাচনে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনি জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে কিন্তু সকলে আপনার ভালো এবং মঙ্গল কামনা করবে না।

গায়ের রং দেখে কখনো বন্ধু হয়না কালো ফর্সা ধনী-গরীব এসব আসলে বন্ধুত্বের ক্ষেত্রে কোন বাধা হয়ে দাঁড়াতে পারে না আসলে বন্ধুত্ব হল মনের গহীন থেকে হয়ে থাকে এখানে ধনী-গরীব সাদাকালো ভেদাভেদ থাকে না বন্ধুত্ব হল সর্বোত্তম সবার উপরে বন্ধু সত্য তাহার উপরে কিছু নাই।

অনেক বন্ধু থাকবে যারা স্বার্থনেশি নিজেদের স্বার্থ উদ্ধার হলে আপনাকে ছুঁড়ে ফেলবে আপনাকে আর চিনবে না তাই আমাদের আশেপাশে এমন বন্ধুত্বের অভাব নাই তা আমাদেরকে বন্ধুত নির্বাচনের ক্ষেত্রে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যার বন্ধু যত সৎ চরিত্রবান এবং ভালো তার জীবনে সফলতা অর্জন করা তত সহজ।একজন ভালো বন্ধু পারে আপনাকে সঠিক পথে পরিচালিত করতে কারণ বন্ধুরা সুখে দুখে সব সময় আপনার পাশে ছায়ার মতো থাকে তাই বন্ধু জীবনের একটি অপরিসীম অঙ্গ।

বন্ধুকে বাদ দিয়ে আমরা কখনো জীবন অতিবাহিত করতে পারবোনা। তাই আপনাকে অসৎ দুশ্চরিত্র বন্ধু একশটি থাকার চেয়ে একজন সৎ উত্তম বন্ধু থাকা ছেড়েও আমরা মনের মত একজন মানুষকে নির্বাচিত করব যার সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করা যায় যে আপদে-বিপদে সবসময় আমাকে সাহায্য করবে পাশে থেকে এমন বন্ধু আমাদেরকে নির্বাচন করতে হবে কারণ সবকিছু আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার ভালো বন্ধু কখন আপনার বিপদে আপনাকে ছেড়ে যাবে না সে আপনার বিপদে সবসময় আপনার পাশে ছায়ার মত হয়ে থাকবে তাই আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সব সময় শ্রেষ্ঠ সদ চরিত্রবান এবং উত্তম মানসিকতার বন্ধুকে নির্বাচন করব কারণ টাকা পয়সা দিয়ে কখনো বন্ধুত্ব নির্বাচন করা যায় না কারণ টাকাপয়সা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু একজন সৎ চরিত্রবান ভালো বন্ধু আপনাকে কখনো আপনাকে বিপদে ফেলে চলে যাবে না তাই আপনাকে বন্ধুর নির্বাচনের সময় অবশ্যই বন্ধুর উত্তম চরিত্র এবং উত্তম মন-মানসিকতা আপনাকে লক্ষ্য করতে হবে সে কতটা পরোপকারী একজন বন্ধুই আপনাকে সৎকর্মশীল এবং ভালো কাজে করতে হয গীতা পড়তে পারে কারণ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই আপনাকে হাজারখানেক অসাদ বন্ধুর চেয়ে একজন সৎ বন্ধু উত্তম।

আমরা জীবনে চলার ক্ষেত্রে আমাদের অনেককে ভালো লেগে যায় এবং আমরা অনেককে ভালোবেসে ফেলি কিন্তু এই ভালোবাসা একদিন আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু সৎ বন্ধু ভালো বন্ধু আপনাকে কখনো ছেড়ে চলে যাবে না তাই আপনাকে বন্ধুত্ব বজায় রাখতে আপনাকে নিজেকেও উদার মন-মানসিকতার কারণ কখনো অহংকারী এবং ভাবগাম্ভীর্য দিয়ে কখনো বন্ধুত্ব টিকে থাকে না তাই বন্ধুত্ব এমন একটি জিনিস এটি পবিত্র রাখি বন্ধন যার সাথে মনের সব কথা শেয়ার করা যায় বন্ধু এমন জিনিস বন্ধুর সাথে কখনো স্বার্থ জড়িত থাকে না বন্ধু বিনা স্বার্থে আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না বিপদ আপনার যতই বড় হোক বন্ধু আপনাকে সব কিছু দিয়ে সাহায্য করবে এমন বন্ধু আমাদেরকে নির্বাচন করা উচিত যার সাথে জীবনের সবকিছু শেয়ার করা যায় সেই দিন পর্যন্ত।

হাই বন্ধুরা আমাদের সবসময় উচিত আমাদেরকে একজন সৎ চরিত্রবান বন্ধু নির্বাচন করা যাতে করে আমরা জীবনে চলার পথে বিপদে-আপদে সবসময় একজন ভালো মনের মানুষ কে পাশে পেয়ে থাকি।

আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  


** Your post has been upvoted (1.70 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote