হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে। আসলে আমরা মানুষকে বাহ্যিক রুপ দেখে বিচার করে ফেলি এটা কখনো কাম্য নয়। বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা এটা বোকামী ছাড়া আর কিছুই নয়। কাউকে বিচার করতে হলে তাকে বাহ্যিক রূপ দেখে না তার গুণ দেখে বিচার করা উচিত। এ বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজ আমার লেখাটা শেয়ার করব।
আধুনিক সমাজে মানুষ যত দিন যাচ্ছে তত বেশি আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। কিন্তু সময়ের বিবর্তনে মানুষের মন মানসিকতা অনেক পরিবর্তন সাধিত হয়েছে। আমরা অনেক সময় মানুষকে মানুষের বাহ্যিক রূপ দেখে বিচার করে ফেলি। এটা আসলে কখনই উচিত নয় কারণ বাহ্যিক সৌন্দর্য কখনো মানুষের আসল পরিচয় হতে পারে না। মানুষটি কেমন সেটি বিচার করতে হলে তাকে অবশ্যই তার গুণ দেখে সেটিকে নির্ধারণ করা উচিত।
কারণ বাহ্যিক সৌন্দর্য এটি সৃষ্টিকর্তার দাম কারণ সাদাকালো কেউই মানুষ নিজের নিজের সৃষ্টি করতে পারে না কারণ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে। তাই কাউকে কখনো গায়ের রং দেখে বা বাহ্যিক রং দেখে বিচার করে ফেলা বা তাকে অবহেলা করা উচিত নয় কারণ বাহ্যিক সৌন্দর্য একদিন আপনাকে ছেড়ে চলে যাবে কারণ এই সৌন্দর্য কখনো চিরদিন আপনার সাথে থাকবে না কিন্তু আপনার অর্জন করার গুণ এটি আপনাকে সারা জীবন আপনার সাথে থাকবে।
তাই মানুষের বাহ্যিক সৌন্দর্য নয় তার গুণ দেখে তাকে বিচার করা উচিত কারণ গুনাই তার পরিচয় কারণ সৌন্দর্য কখনো মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় না তার প্রকাশ পেতে হলে তাকে অবশ্যই সৎ চরিত্রবান এবং গুনি হতে হবে।অনেক ব্যক্তির গায়ের রং সাদা কিন্তু তাদের মনের ভিতর কালো এমন ব্যক্তি কখনোই মানুষের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না।কারণ আপনার সৌন্দর্য আপনাকে ছেড়ে একদিন চলে যাবে বয়সের ভারে কিন্তু আপনার গুণাবলী কখন আপনাকে ছেড়ে চলে যাবে না তাই আপনাকে সদালাপী হতে হবে পরোপকারী হতে হবে মানুষের বিপদে আপনাকে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যদি অন্যের চিন্তা করেন অন্যের সাহায্যে নিজেকে বিলিয়ে দিতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে নতুবা আপনার সৌন্দর্য দিয়ে কখনো আপনি অহংকারী হতে পারেন না কারণ সৌন্দর্য আপনার নিজের সৃষ্টি নয় সৌন্দর্য সৃষ্টিকর্তার দান।
যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে অহংকার করে এদের মত বোকা পৃথিবীতে আর কেউ নয় কারণ সে ভুলে যায় এই ক্ষণিকের এই পৃথিবীতে অহংকার একমাত্র সৃষ্টিকর্তার মানায় কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মাত্র এই পৃথিবীতে এসেছি অল্প কিছুদিনের জন্য তাই আমাদেরকে সব গুণাবলীর মাধ্যমেই পরোপকারের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে যাতে করে আমরা মৃত্যুর পরে আমাদের কর্মের মাধ্যমে মানুষের অন্তরে বেঁচে থাকি কারণ তাদের মাধ্যমে কেউ কখনো মানুষের অন্তরে বেঁচে থাকতে পারে না এই সৌন্দর্য নিয়ে কেউ কোনদিন বড়াই করা উচিত নয় কারণ অহংকার পতনের মূল আপনার সৌন্দর্য আপনাকে কখনো শ্রেষ্ঠত্ব দান করতে পারবে না তাই বাহ্যিক সৌন্দর্য কখনো আমাদের মূল ভিত্তি হতে পারে না।
আমরা একজন ব্যক্তিকে তখনই বিশ্বাস করব যখন সে জ্ঞানী সৎ চরিত্রবান ও পরোপকারী যদি সে ব্যক্তি গায়ের রং কালো হয় যদি তার মন পরিষ্কার থাকে পরোপকারী হয়ে থাকে সদালাপী হয়ে থাকে সেই ব্যক্তির শ্রেষ্ঠ কারণ গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা উচিত নয় তাই আমরা কখনও এমন ভুল যেন না করে থাকি যে মানুষের বাইরের বাহ্যিক সৌন্দর্য দেখে তার মহিলা পড়ে যায় কারণ বাহ্যিক সৌন্দর্য চিরদিন কারো সাথে থাকবে না এটাই চিরন্তন সত্য কথা আপনার বয়স যখন 60 হয়ে যাবে তখন আপনার সৌন্দর্য আপনার ছেড়ে চলে যাবে এটাই স্বাভাবিক আপনার গায়ের চামড়াগুলো তখন ঝুলে যাবে তখন আপনার ত্বকের সৌন্দর্য আপনার কাছে অবশিষ্ট থাকবে না তাই গায়ের রং দিয়ে কখনো অংকার করবেন না কারণ এই অহংকার আমাদের কখনোই মানায় না।
আমরা কখনও সাদাকালো এগুলো ভেদাভেদ করব না পৃথিবীতে আমরা মানুষ সকলেই সমান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই তাই আমরা সকলকে সকলকে সম্মান করবো কখনো কারোর বাহ্যিক রূপ দেখে বিচার কোরবো না কারণ পরিবেশ সমাজ ভেদে দেশভেদে মানুষের গায়ের রং একেক রকম হয়ে থাকে এটি আসলে আমাদের কারোরই নিজের হাতের নয় এটি সৃষ্টিকর্তার দান এবং ভৌগলিক অবস্থানের কারণে মানুষের গায়ের রঙের পরিবর্তন ঘটে তাই এগুলো নিয়ে আমরা কখনো মানুষকে ছোট করে দেখব না মানুষকে মানুষ হিসাবে আমাদের সম্মান করা উচিত তাহলে জীবনে উত্তম চরিত্রের অধিকারী হওয়া সম্ভব।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি আমার লেখা কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
** Your post has been upvoted (1.72 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote