যার যেমন আয় তার তেমন ব্যায়

in r2cornell •  last year 

যার যেমন আয় তার তেমন ব্যায়

বিসমিল্লাহির রহমানির রহিম

photo-1518458028785-8fbcd101ebb9.jpeg

প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "যার যেমন আয় তার তেমন ব্যায়"।

photo-1553729459-efe14ef6055d.jpeg

মানুষ সমাজে বসবাস করে। একটা সমাজে বিভিন্ন ধরনের মানুষ একসাথে জীবন-যাপন করে এবং একেকজনের আয় এক এক রকম তেমনি ভাবে প্রত্যেকের ব্যয় আয়ের উপরে নির্ভর করে। যার যত বেশি আয় হয় তার তত বেশি খরচ হবে এটাই স্বাভাবিক। যে দিনে ১০০ টাকা আয় করে সে উড়োজাহাজে ওড়ার সব পূরণ করবে না এটাই স্বাভাবিক। তারা এর উপর সে চিন্তা করে তাকে কি হবে দিন পার করতে হবে। কাজেই আকাশ কুসুম কল্পনা তার দ্বারা হবে না।

photo-1558914482-f75b0419b420.jpeg

যারা হয় বেশি করে তারা টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না। যেরকম ভাবে তারা টাকা আয় করে তেমনি ভাবে তারা অর্থ ব্যয় করতেও জানে। আর যারা আয় করতে বেশি পারে না তারা দেই কিভাবে করবে। কাছেই অতিরিক্ত ব্যয় করতে গেলে আয়ের হিসাব তার মাথায় সব সময় রাখতেই হয়। তবে বর্তমান সময়ে যেভাবে প্রতিটি দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে তাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এরা খুব দুর্দিন পার করে চলেছে।

photo-1555406952-814eb7de8cde.jpeg

অল্প আয়ের মানুষেরা অনেক ধরনের স্বপ্ন দেখলেও তারা তাদের স্বপ্ন পূরণ করার সাহস করে না। এ কারণেই একটি প্রবাদ বাক্য আছে ছেঁড়া কথায় শুয়ে আকাশে উড়ার স্বপ্ন দেখো না। তবে বর্তমান সময়ে সমাজে ব্যাপক পরিবর্তন দেখা যায় এমন অনেক নিম্নবিত্ত আছে তারা ধারণা করে প্রবাসী গিয়ে আয়ু বর্জন করে নিজের অবস্থাটা পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। তবে যতটুকু করছে ততটুকু সে বের উপর নির্ভর করে শরীরের উপর শত অত্যাচার সহ্য করে কষ্ট করে এগুলো করার চেষ্টা করছে।

আমরা যারা বড় হওয়ার স্বপ্ন দেখি অবশ্যই আমাদেরকে মৃতদেহী হতে হবে অতিরিক্ত খরচ করলে আমাদের চলবে না কাজেই আমাদের আইন অনুযায়ী আমাদেরকে সেভাবেই ব্যয় করার চেষ্টা করতে হবে যদি আমরা এর চাইতে আমাদের বেয়াই বেশি করে ফেলি তাহলে পরবর্তী সময়ে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

photo-1604689598793-b8bf1dc445a1.jpeg

এতক্ষণ যারা আমার লেখা আয় বুঝে ব্যয় কর এই পোস্টটি পড়লেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

As his income so his expenses

Bismillahir Rahmani Rahim

Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "As come so spendeth".

People live in society. In a society different types of people live together and the income of each depends on the income of each as well as the expenditure of each. It is natural that the higher the income, the higher the expenditure. It is natural that he who earns 100 rupees a day will not fulfill all his flights. They will spend the day wondering what will happen to him. So Akash Kusum Kalpana will not be by him.

Those who have more do not hesitate to spend money. They know how to spend money just as they earn money. And those who can't earn much, how can they do it? If you want to spend extra, you have to keep the income account in your head all the time. However, the lower and middle class are going through a tough time as the prices of every commodity are increasing at present.

Even though low income people have many dreams, they do not dare to fulfill their dreams. That's why there's a saying, don't lie down and dream of flying in the sky. However, there are many low-class people who are seeing great changes in the society at present. However, as much as he is doing, he is trying to do it by suffering hundreds of tortures on the body depending on the outside.

Those of us who dream of growing up must be mortals. If we spend too much, we must try to spend according to our laws.

I am ending by thanking all those who have read this post about how to spend your income. Allah is Hafez.

কপিরাইট মুক্ত সমস্ত ছবির উৎস:
Image source থেকে ডাউনলোড করা হয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been curated by @r2cornell, a curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

logo3 Discord.png

Your support motivates me to move forward. Thank you very much for such support.