Photography in the paddy field

in r2cornell •  2 years ago 

Photography in the paddy field

Bismillahir Rahmanir Rahim

IMG20220812181532_01.jpg

Dear photography fans! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "paddy field photography".

today is friday In the afternoon, some friends went for a walk in the paddy field. The field is full of beautiful rice fields. Farmers are busy cultivating paddy in the field. The paddy field is very beautiful. Anyone who sees this field is bound to be impressed. No one can fail to be impressed by her extraordinary beauty.

IMG20220812181642_01.jpg

We are also fascinated by such scenes. Apalak Netri looked towards the paddy field. Bucks are flying over the paddy fields, catching fish and swallowing insects. Such scenes are not common everywhere.

How beautiful the nature is, you can understand it when you go to the field. There is no noise all around, only busyness of people, hard work of Kamlads. After working hard, they sowed rice in the field with chest full of hope. I saw that in many places, the paddy fields have burst into cracks due to lack of rainwater.

IMG20220812181326_01.jpg

During this season, paddy grows only when it rains from the sky. But this is a great test of Allah Rabbul Alameen. He is seeing if people remember me. If people remember Me, I will help them abundantly from My side to My servants. Allah allows His servants to enjoy His blessings but we humans do not know how to take His blessings from Allah Ta'ala.

IMG20220812174932_01.jpg

We were surprised to see the scenes of this field together with some friends. And capture some moments still. I am sharing these still images with you, I hope you will also like to see these still images. Like us, you will be amazed by such scenes.

So the poet says if your creation is so beautiful then I don't know how beautiful you are. Indeed, Allah Rabbul Alamin has arranged the world in such a beautiful way that we cannot even imagine. Wherever there is whatever is needed, Allah Almighty has filled the world with something beautiful. It is natural that people will be fascinated by this beauty.

I end today by thanking you all sincerely for being with me. Allah is Hafez.

IMG20220812181759_01.jpg

ধানের মাঠে ফটোগ্রাফি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় ফটোগ্রাফি ভক্তবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "ধানের মাঠে ফটোগ্রাফি"।

IMG20220812174513_01.jpg

আজ শুক্রবার। বিকাল বেলায় কয়েকজন বন্ধু মিলে ধানের মাঠে ঘুরতে যাই। অপরূপ সৌন্দর্যে মাঠ ভরে আছে ধানের চারাই। কৃষকেরা মাঠে ধান চাষে ব্যস্ত। ধানের মাঠ দেখতে অপরূপ সুন্দর। যে কেউ এ মাঠ দেখলে মুগ্ধ হতে বাধ্য। তার যে অপরূপ সৌন্দর্য এতে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না।

আমরাও এরকম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায়। অপলক নেত্রী চেয়ে থাকি ধানের জমির দিকে। ধানের জমিতে বক উড়ে বেড়াচ্ছে, মাছ ধরে ধরে খাচ্ছে এবং পোকামাকড় গুলো তারা ধরে ধরে গিলে ফেলছে। এরকম দৃশ্য সব জায়গায় সচরাচর দেখতে পাওয়া যায় না।

প্রকৃতি যে কত সুন্দর এটা মাঠে গেলেই বোঝা যায়। চারিদিকে শুনশান নিরবতা নেই কোন কোলাহল আছে শুধু মানুষের ব্যস্ততা, কামলাদের কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম করেই তারা মাঠে ধান বপন করেছে বুক ভরা আশা নিয়ে। দেখলাম অনেক জায়গায় বৃষ্টির পানির অভাবে ধানের জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে।

এই মৌসুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলেই ধান হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামীনের এটি একটি বড় পরীক্ষা। তিনি দেখছেন যে মানুষ আমাকে স্মরণ করছে কিনা। যদি মানুষ আমাকে স্মরণ করে তবে আমি তাদেরকে প্রচুর পরিমাণে আমার তরফ থেকে আমার বান্দাদেরকে সাহায্য করবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার নিয়ামত ভোগ করতে দেন কিন্তু আমরা মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে তার নিয়ামত নিতে হয় তা আমরা জানিনা।

আমরা কয়েকজন বন্ধু মিলে এই মাঠের দৃশ্য গুলো দেখে অবাক হয়ে যাই। এবং কিছু মুহূর্তগুলো স্থিরচিত্র ধারণ করে রেখে দিই। এই স্থিরচিত্র গুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও এই স্থিরচিত্র গুলো দেখে ভালো লাগবে। আমাদের মত আপনারাও এরকম দৃশ্য দেখে মুগ্ধ হবেন।

তাই কবি বলছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তাহলে না জানি তুমি কত সুন্দর। সত্যিই তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এত সুন্দর ভাবে সাজিয়েছেন যা আমরা কল্পনা করতেও পারিনা। যেখানে যা কিছু প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাই কিছু দিয়েই পৃথিবীটাকে সুন্দর যে ভরে দিয়েছেন। এই সৌন্দর্যে মানুষ বিমোহিত হবে এটাই স্বাভাবিক।

আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।
IMG20220812174513_01.jpg

IMG20220812174236_01.jpg

IMG20220812174124_01.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!