Rising commodity prices

in r2cornell •  2 years ago 

Rising commodity prices

Bismillahir Rahmanir Rahim

download (27).jpeg

Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "commodity inflation".

Among other problems of our country, one of the most important problems is inflation. The prices are increasing one after another. The prices of almost all the daily essentials are increasing uncontrollably. No one cares about anyone. He is increasing the price of things as much as he can.

If the price of rice is high today, the price of wheat will be high tomorrow. Today the price of oil is high and tomorrow the price of curry is high. As such, the price of almost everything is going up unimaginably. Those who are extremely poor or middle class are not having confidence to buy essential goods.

There is a class of people who are involved in these activities by making syndicates. They remain untouchable. Their character is such that they catch fish without touching the water or they are very deep water fish. They never come in front of society they always attack from behind.

Due to rising commodity prices, the country is in a miserable state today. Due to the increase in oil prices, the prices of various items have increased. The issue is like where to give pain medicine in all parts. We look at the sectors where prices have increased and there is no sector that has not seen an increase in prices of commodities or other goods.

Those who count thousands of rupees every month and fill their pockets do not have a problem. Because at the end of the month, they can pocket a huge amount of money. But have we thought about the condition of those who eat day after day? Have we noticed a little more deeply how the day passes.

We in the society are often pitiful, but for this one day, what will happen to us. It is not possible to remove the lack of people by helping them one day. If we plan to help them permanently without helping them like this, then that family will not look to anyone else.

Due to the increase in commodity prices, many families are struggling today. If we want to keep the country well, if we want to keep the people of the country well, then we must control the price of goods. If we cannot catch it, we will push the country towards instability.

In the end, I will say that we try to improve the lifestyle by keeping our daily necessities at a tolerable level, keeping the country good and trying to keep the people of the country good. If we all stand in a row then surely we will succeed. We all need to be aware of rising commodity prices so that the unscrupulous Kuchkri Mahal does not take advantage of this opportunity so we all have to be vocal and play an important role only then it is possible to rein in the commodity prices, not otherwise.

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি"।

আমাদের দেশের অন্যান্য সমস্যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একের পর এক দাম বৃদ্ধি হয়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। কেউ কাউকে তোয়াক্কা করছে না। যে যেরকম পারছে সে সেরকম ভাবেই জিনিসের দাম বাড়িয়ে চলেছে।

আজকে চালের দাম বেশি, তো আগামীকালকে গমের দাম বেশি। আজকে তেলের দাম বেশি তো কালকে তরকারির দাম বেশি। এরকমভাবেই প্রায় প্রতিটি জিনিসের দাম অকল্পনীয়ভাবে ওপর দিকে উঠে চলেছে। যারা নিতান্ত গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর তাদের না বিশ্বাস উঠে যাচ্ছে দীপ্ত প্রয়োজনীয় দ্রব্যগুলো ক্রয় করতে।

একশ্রেণীর মানুষ আছে যারা সিন্ডিকেট করে এসব কাজের সাথে জড়িত। এরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। এদের চরিত্রটা এমন যে ধরি মাছ না ছুই পানি অথবা এরা খুবই গভীর জলের মাছ। এরা সমাজের সামনে কখনো আসে না এরা পিছন থেকে সব সময় আক্রমণ করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে দেশের করুণ অবস্থা বিরাজ করছে। তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন জিনিসের দাম বাড়ানো হয়েছে। বিষয়টি যেন এমন হয়েছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমরা যে সেক্টরের দিকে তাকাই সেই সেক্টরে দেখি যে দাম বেড়ে গেছে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দ্রব্যমূল্যের বা অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পাই নাই।
যারা হাজার হাজার টাকা মাস গেলেই গুনে পকেটে ভরে তাদের সমস্যা নেই। কারণ মাস শেষ হলে তারা একটা বিশাল অংকের টাকা পকেটে নিতে পারছে। কিন্তু যারা দিন আনে দিন খায় তাদের অবস্থাটা কি আমরা কি একটু ভেবে দেখেছি। দিনকাল কেমন ভাবে কাটছে আমরা কি একটু গভীরভাবে লক্ষ্য করেছি।

আমরা সমাজে অনেক সময় দরদী সাজি কিন্তু এই একদিনের জন্য দরদে সে যে আমাদের কি হবে। মানুষকে একদিন সহযোগিতা করেই তার অভাব মোচন করা সম্ভব নয়। আমরা যদি তাদেরকে এভাবে সহযোগিতা না করে স্থায়ীভাবে সহযোগিতা করার পরিকল্পনা করি তাহলে সেই পরিবারটা অন্য কারো দিকে চেয়ে থাকবে না।

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবার আজকে অসহায় ভাবে দিন পার করছে। আমরা যদি দেশকে ভালো রাখতে চাই দেশের মানুষকে ভালো রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে হবে যদি আমরা ধরতে না পারি তবে আমরা দেশকে অস্থিতিশীল এর দিকে ঠেলে দেবো দেশের মানুষকে শান্ত রাখতে পারা যাবে না।

পরিশেষে একথাই বলব যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সহনীয় পর্যায়ে রেখে জীবনযাত্রার মন উন্নয়ন করার চেষ্টা করি দেশকে ভালো রাখে এবং দেশের জনগণকে ভালো রাখার বা রাখতে চেষ্টা করি। আমরা যদি সবাই মিলে এক কাতারে দাঁড়াই তবে অবশ্যই আমরা সফল হব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে অসাধু কুচক্রী মহাল যাতে করে এই সুযোগটা কাজে লাগাতে না পারে এজন্য আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তবেই দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব, অন্যথায় নয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!