The value of time

in r2cornell •  2 years ago 

The value of time

Bismillahir Rahmanir Rahim

download (26).jpeg

Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is the "value of time".

Time and tide wait for none ie current and time wait for none. This is an eternal truth. Even if we wait for hours for someone, time does not stop for us. Time moves at its own pace. Hundred does not stand for anyone, he also moves at his own pace.

But time is very valuable. Those who have used the time properly have benefited from it but those who have not used the time properly have only regrets in later life and have no opportunity to do anything else. If we spend our time doing good work instead of spending it in idleness then surely we can reach the threshold of success.

Student life was a very sweet life. Those who use this time properly are successful in the next life. To be successful in later life one has to set goals and move forward in life accordingly but success is in our hands. If we learn to value time and move ahead with proper goals at the right time, surely this time will not be wasted, this time will help us reach the right place.

The value of time is known only to those who miss the car by 1-2 seconds or miss the flight or miss the boat or ship. The value of time is best understood by those who have not been able to secure a job by going door to door in their old age. The whole life is just regret.

The value of time will not be understood by those who have not suffered in life, time is like a toy. Time must be paid to have time. If we value time, then time will tell us when and where to use it.

We must be aware of the time to be alert. We have to learn to value time. If we value time, time is what suits us. We learn to value time properly and not waste it in frivolity, but we can achieve success everywhere.

So in the end I will say this if you want to get success then learn to value time if you value time then success will definitely come to you. Thank you all. Allah is Hafez.

সময়ের মূল্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "সময়ের মূল্য"।

টাইম এন্ড টাইড ওয়েট ফর নান অর্থাৎ স্রোত এবং সময় কারো জন্য অপেক্ষা করে না। এটি একটি চিরন্তন সত্য কথা। আমরা একজনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকে না। সময় তার নিজ গতিতে এগিয়ে চলে। শত কারো জন্য দাঁড়িয়ে থাকে না সেও আপন গতিতে চলতে থাকে।

তবে সময়ের মূল্য অনেক বেশি। যে বা যারা সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে তারাই এর সুফল ভোগ করেছে কিন্তু যে বা যারা সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইনি পরবর্তী জীবনে তারা শুধু আফসোস করে এছাড়া আর তার কোন কিছুই করার সুযোগ হয়নি। অলসভাবে সময়টাকে না কাটিয়ে যদি আমরা আমাদের সময়টাকে ভালোমতো কাজের মধ্য দিয়ে কাটায় তবে অবশ্যই আমরা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারব।

ছাত্র জীবন খুবই মধুর জীবন ছিল। এই সময়টা যারা সঠিকভাবে কাজে লাগিয়েছে তারা পরবর্তী জীবনে সফল হয়েছে। পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য লক্ষ্য স্থির করে নিতে হয় এবং সে অনুযায়ী জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে সফলতা আমাদের হাতে ধরা দেই। আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে লক্ষ্য স্থির রেখে সামনে অগ্রসর হয় সময়ের মূল্যায়ন করতে যদি শিখি তবে অবশ্যই এই সময় আমাদের বৃথা যাবে না এই সময়ই আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছাতে সহযোগিতা করবে।

সময়ের মূল্য কতটুকু এটা তারাই জানে যারা ২-১ সেকেন্ডের জন্য গাড়ি মিস করে বা ফ্লাইট মিস করে বা নৌকা বা জাহাজ মিস করে। সময়ের মূল্যটা তারাই ভালোভাবে উপলব্ধি করতে পারে যাদের বয়স থাকতে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়ে একটি চাকরি জোগাড় করতে পারেনি। সারাটা জীবন শুধু আফসোস করেই।

সময়ের মূল্য তারা বুঝতে পারবে না যারা জীবনে দুঃখ কষ্টে নিপতিত হয়নি তাদের কাছে সময় নিছক খেলনার মত। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সময়ের থাকতে যদি আমরা সময়ের মূল্য দিতে পারি তাহলে সময়ই আমাদেরকে কখন কোথায় কোন কাজে লাগাতে হবে সময়ই আমাদেরকে বলে দিবে।

সময় সম্পর্কে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে। সময়ের মূল্যায়ন করতে শিখতে হবে আমাদেরকে। আমরা যদি সময়ের মূল্যায়ন করি তাহলে সময়ই আমাদেরকে যত উপযুক্ত। আমরা সময়টাকে হেলাধুলায় কাটিয়ে না দিয়ে যথাযথভাবে সময়ের মূল্যায়ন করতে শিখি তবে আমরা সব জায়গায় সব ক্ষেত্রে সফলতা পেতে পারি।

তাই পরিশেষে এই কথাই বলব সফলতা যদি পেতে চাও তবে সময়ের মূল্যায়ন করতে শিখো সময়ের মূল্যায়ন যদি কর তবে সফলতা অবশ্যই তোমার হাতে এসে ধরা দিবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!