হাতে কাজ করার গুরুত্ব।

in r2cornell •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আমি ইমরান নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে কাজ করার কোন অগৌরব নেই। কাজ যতই ছোট হোক বা তুচ্ছ হক সেটা করতে কখনো লজ্জা বোধ করতে নেই কারণ কাজের মধ্যেই সফলতা নিহিত।

architect-g71c12c3b8_1920.jpg

যে ব্যক্তি কাজকে সম্মান করে সে ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে। কাজ যেমনই হোক কাজকে কাজ হিসেবে গণ্য করা আমাদের সকলের উচিত কাজকে কখনো ছোট-বড় হিসেবে গণ্য করা উচিত নয় যে ব্যক্তি কাজ কে ভালবাসে সে জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয় কাজকে ভালবাসায় তার সফলতা তার কাছে ধরা দেয় কিন্তু যে ব্যক্তি কাজকে অবহেলা করে কাজকে ছোট বড় মনে করে সে জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং সে ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে আকাশকুসুম চিন্তা করতে থাকে। তাকে কখনো অবহেলা করা উচিত নয়।

জীবনে যত বড় বড় মনীষীগণ বা সফল ব্যক্তিগণ তারা কেউই রাতারাতি সফলতার দ্বারপ্রান্তে আরোহণ করতে সক্ষম হয়নি তারা অক্লান্ত পরিশ্রম ও কাজকে পাগলের মত ভালোবাসার ফলে আজ তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে তাই কাউকে কখনো অবহেলা করা উচিত নয় কাজ যেমনই হোক ছোটকাল থেকেই আস্তে আস্তে আপনি সফলতার দ্বারপ্রান্তে আরোহন করতে সক্ষম হবেন আপনি যদি সবসময় চিন্তা করতে থাকেন যে আমি রাতারাতি সফলতা অর্জন করবো তাহলে একটা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ রাতারাতি কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না।

সর্বপ্রথম আপনাকে সফলতা অর্জন করতে হলে আপনাকে কাজকে ভালবাসতে হবে কাজ যেমনই হোক সেটাকে মনেপ্রাণে ভালবাসতে হবে এবং মনোযোগ দিয়ে সে কাজটা করতে হবে সফলতা আপনার কাজের উপরেই নির্ভর করে সফলতা কখনো অলসতার মধ্যে নিহিত নয় যে ব্যক্তি কাজ কে ভালবাসে সে ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে সক্ষম ভাবেই সে ধীরে ধীরে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

আমাদের সকলের উচিত আগে আমাদের কাজকে সম্মান করা কাজ যেমনই হোক সে কাল যেটাই হোক কাজের ব্যক্তিকে কখনো কাজ নিয়ে অবহেলা বা ছোট করে দেখার কোন অবকাশ নাই কারণ কাজ যে করে সে ব্যক্তি শ্রেষ্ঠ কারণ হাতে কাজ করায় কোন অভাব নেই অভাব হয় তখন যখন সে কাজ না করে মিথ্যার আশ্রয় নাই কারণ মিথ্যা মহাপাপ তাই কখনো অবহেলা করতে নাই প্রখ্যাত মনীষী মোতাহার চৌধুরী এই উক্তিটি করেছেন যে হাতে কাজ করায় মধ্য কোন অভাব নেই অভাব হয় তখন যখন সে কাজ না করে মিথ্যার আশ্রয় নাই আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে কখনো আপনার কাছে আপনি ছোট হিসেবে দেখবেন না আপনি আপনার কাছ থেকে নিয়ে সম্মান বোধ করবেন তাহলে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার লেখা কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার ব্লগ টি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  


** Your post has been upvoted (0.65 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote