Happiness is the happiness of the hereafter!!! That happiness is the gain of Paradise!!!
Bismillahir Rahmanir Rahim.
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.
Dear friends, today I want to share with you some brief discussion about true happiness and true sorrow. Welcome and greetings to all of you in this post.
We find happiness in this world. We find this happiness in different ways. Everyone's search style is different. Some of us seek happiness in wealth. We think that the greatest possession of our life is the means of happiness. That is why we run after complete wealth from birth to death. We can extract this wealth in different ways, there are two main ways. One is the legal way i.e. the halal way, the other is the illegal way i.e. the haram way. In this world, those who acquire wealth through halal means, their wealth is a little less. And they gradually own more wealth. But to earn this wealth, he has to sweat. And he ensures proper use of these resources. It is not possible for that person i.e. the person who earns to spend this wealth in excess of the requirement. There are many ways to acquire wealth through halal means but not everyone adopts these ways. Because a small amount of wealth is earned, it is not possible to own a large amount of wealth easily. If you earn money in a legitimate way, this wealth will gradually increase, but there is a way to increase it quickly, if we mention a hadith of our beloved Prophet Muhammad, then everyone will understand. Our beloved Prophet Muhammad sallallahu alayhi wasallam said if one wants to become rich within a few days then he should start honest business. But we start business and use dishonest means in every aspect of business. If he adopts this dishonest way, he will never be able to get rich in a short time because the condition given by the beloved Prophet Hazrat Muhammad Alaihi Wa Sallam is broken. So even if his business is high in the beginning, his business is destroyed or goes into decline. But if one starts honest business i.e. if he does not mix adulteration in every sector of business then his business gets unimaginable success within few days. And it will survive and expand as long as there are honest ways.
The last thing is that if you earn money in a halal way, even if it is a small amount, it is still good because no one has to answer for this money. But if I spend this money in the right way, I can find true happiness. And if I spend this halal money in an unjust way, then my mistake is that happiness is far from being achieved, and it will not be possible to approach the edge of happiness.
Many of us seek true happiness in luxurious homes. But the real happiness is not in these many houses, never. Because the money needed to build this luxury house is a matter of where we collect the money from. Most of the people build house with lawn or bank loan or bank loan. And this bank loan is directly related to interest. That is, seeking happiness in this transitory world with interest money is nothing but foolishness. But those who will live in this house will never be of use to him in times of danger. That is, as soon as the life goes on, everyone will show negative attitude towards him. First of all remember him for maybe 2-4 days but at some point everyone forgets him even his name no one remembers him anymore. Even after death they will never be able to help in solving all the problems they face but for that they waste their life and build a house and go away. Finding real happiness in this time is nothing but foolishness because the world is transitory and we have to leave this world one day or the other it is not a place to live and this is not a place to live in. It will never be possible to find real happiness here in making a house with haram money. So we should be careful and think first what is real happiness.
Also we all seek true happiness in this world. But most people neither understand nor try to know what is true happiness in this world. True happiness is that which can be found according to the command of Almighty Allah and according to the example of the beloved Prophet Muhammad (peace and blessings of Allah be upon him). And happiness that lasts forever is true happiness. But the world is temporary everything here is temporary and temporary happiness has no price. Supa is that happiness that is eternal and never ends, that is true happiness. We are in a cage in this world. for two days. Here we can think of our happiness as that which will be the real happiness of this world if we follow all the commands of the Almighty Allah and follow the example of the beloved Prophet Muhammad sallallaahu alayhi wa sallam.
If we stay within the commands of Almighty Allah and follow the way of life shown by our beloved Prophet Muhammad, peace and blessings be upon him, then even if it is a temporary life, here we will find the true happiness that happiness will take me to another happiness even after death and from that happiness will begin the real happiness that Happiness will never be taken away. Therefore, we all should worship Allah Almighty in the forbidden way in the life of the worldIf someone lives a life outside the Sunnah of the Prophet Muhammad PBUH outside the command of Prophet Muhammad SAW, it will not be true happiness. This false happiness will lead us to great sorrow. We do not know how it will be thrown into great sorrow. If we seek real happiness, if we pursue temporary happiness through haram means, it will lead us to sin and sin will lead us to hell. After that we will be relegated to Hell, so from now on we are careful not to step into the forbidden temporary happiness of the world.
Now let's talk about what real happiness actually is. That happiness which is eternal and never ends where there is no trace of suffering is true happiness. Even if we get some real happiness in the world in halal ways, it is very temporary. It will end with the end of life in this transitory world. But the happiness that we will have in the hereafter is the true happiness that will never be taken from me, nothing will be lacking. There will be no trouble and we will not listen to any nonsense. There will be no shortage of food, no shortage of clothing, no shortage of vehicles, no shortage of women. Whatever happiness we get in the life of the hereafter will never be taken away from us, it will never decrease, it will only continue to increase and the real happiness in the life of the hereafter is called Jannat.
We are for the gain of this paradise. In the transitory life of the world, the soul strives. And those vital efforts are to follow the orders of Almighty Allah and follow the example of the beloved Prophet Muhammad (PBUH) without hesitation. And if we do the halal way of talking, working, trading, acquiring wealth, etc. in the life of the world and observe every rule and rule of Islam beautifully, then we will find that true happiness only after death. RJ will find true happiness and he will achieve the greatest success.
Let us all understand real happiness, know real happiness and try our best to get this real happiness in the life of the world. Today's discussion is ending here, Allah Hafez.
###################################
সুখ মূলত আখিরাতের সুখ!!! সেই সুখ হল জান্নাত লাভ!!!
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাথী বৃন্দ, আজকে আমি প্রকৃত সুখ এবং প্রকৃত দুঃখ নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই পোস্টে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।
আমরা এ পৃথিবীর মাঝে সুখ খুঁজে থাকি। এই সুখ আমরা বিভিন্নজন বিভিন্নভাবে খুঁজে থাকি। একেকজনের খোঁজার ধরন একেক রকম। কেউ আমরা সুখ খুঁজি সম্পদের মধ্যে। আমরা মনে করি আমাদের জীবনের সম্পত্তির সবচেয়ে বড় একটা সুখের মাধ্যম। এইজন্যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ সম্পদের পিছনে দৌড়ায়। বিভিন্নভাবে এই সম্পদ আমরা আহরণ করতে পারি এরও দুটি উপায় অর্থাৎ প্রধান উপায় রয়েছে। একটা হল বৈধ পন্থা অর্থাৎ হালাল উপায়, আরেকটা হলো অবৈধ পন্থা অর্থাৎ হারাম উপায়। এ পৃথিবীতে যারা হালাল উপায়ে সম্পদ অর্জন করে তাদের সম্পদের পরিমাণটা একটু কম হয়। এবং তারা ধীরে ধীরে বেশি সম্পদের মালিক হয়। তবে এ সম্পদ তার উপার্জন করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর এই সম্পদের যথাযথ ব্যবহার ও তিনি নিশ্চিত করে থাকেন। এ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা ওই ব্যক্তির প্রতি অর্থাৎ যে ব্যক্তি উপার্জন করে থাকে তার পক্ষে সম্ভব নয়। হালাল উপায়ে সম্পদ অর্জনের অনেক উপায় রয়েছে কিন্তু এই উপায় গুলো সকলেই অবলম্বন করে না। কারণ অল্প পরিমাণ সম্পদ উপার্জিত হয় বিধায় সহজে অঢেল সম্পদের মালিক হওয়া সম্ভব হয় না। বৈধ পন্থায় টাকা উপার্জন করলে ধীরে ধীরে এ সম্পদ বাড়তে থাকে কিন্তু দ্রুত বাড়ানোরও উপায় রয়েছে তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর একটি হাদিস যদি উল্লেখ করি তাহলে সকলেরই বুঝে আসবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ অল্প দিনের ভিতরে ধনী হতে চায় তাহলে সে যেন সৎ ব্যবসা শুরু করে। কিন্তু আমরা ব্যবসা শুরু করি এবং ব্যবসার প্রতিটি ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করে থাকি। এই অসৎ উপায় অবলম্বন করলে সে অল্প দিনে কখনোই ধনী হতে পারবে না কারণ প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম যে শর্ত দিয়েছেন তার বাণীতে সেই শর্ত ভঙ্গ করা হয়। তাইতো তার ব্যবসা প্রথম দিকে ধাপ করে বেশি হলেও একসময় তার ধ্বংসপ্রাপ্ত হয় বা অবনতির দিকে চলে যায় তার ব্যবসা। কিন্তু যদি কেউ সৎ ব্যবসা শুরু করে অর্থাৎ ব্যবসার প্রতিটি সেক্টরের যদি সে ভেজাল মিশ্রিত না করে তবে তার ব্যবসা অল্প দিনের মধ্যে অকল্পনীয় সাফল্য লাভ করে থাকে। এবং তা যতদিন সৎ উপায় থাকবে ততদিন তা টিকে থাকবে এবং সম্প্রসারিত হতে থাকবে।
শেষ কথা হল হালাল উপায়ে টাকা উপার্জন করিলে সেটা পরিমাণে অল্প হোক তারপরও সেটা ভালো কারণ এই টাকার ব্যাপারে কাউকে জবাব দিতে হবে না। কিন্তু এই টাকা যদি আমি সঠিক পন্থায় ব্যয় করি তাহলে আমি প্রকৃত সুখ খুঁজে পেতে পারি। আর যদি এই হালাল টাকা যদি আমি অন্যায়-পন্থায় ব্যয় করি তবে আমার ভুল তো সুখ পাওয়া তো দূরের কথা প্রয়োই তো সুখের ধারের কাছে যাওয়া সম্ভব হবে না।
আমরা প্রকৃত সুখ খুঁজি অনেকে বিলাসবহুল বাড়ির মধ্যে। কিন্তু আসলে প্রকৃত সুখী এই বহু বাড়ির মধ্যে রয়েছে না কখনোই নয়। কারণ এই বিলাস বহুল বাড়ি তৈরি করতে যে অর্থের প্রয়োজন হয় সে অর্থ আমরা কোথায় থেকে সংগ্রহ করি, সেটাকে দেখার বিষয়। অধিকাংশ মানুষ বাড়ি তৈরি করে লন বা ব্যাংক ঋণ বা ব্যাংক লোন নিয়ে। আর এই ব্যাংক লোন সরাসরি সুদের সাথে জড়িত। অর্থাৎ সুদের টাকা নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বাড়ি করে সুখ খোঁজা বোকামি ছাড়া আর কিছুই নয়। অথচ এই বাড়িতে বসবাস করবে যারা তারা তার কখনোই কাজে আসবে না বিপদের সময়। অর্থাৎ জীবনটা চলে যাওয়ার সাথে সাথেই তার প্রতি সবাই বিরূপ মনোভাব প্রকাশ পেতে থাকবে। প্রথমত 2-4 দিন হয়তোবা মনে রাখলেও এক সময় সবাই তাকে ভুলে যায় তার নাম পর্যন্ত ভুলে যায় তাকে আর কেউ মনে রাখে না। এমনকি মরণের পর যে সমস্ত সমস্যার সম্মুখীন যদি হয় সে সমস্যার সমাধানে তারা কখনোই সহযোগিতা করতে পারবে না অথচ তারই জন্য জীবন নষ্ট করে বাড়ি তৈরি করে দিয়ে চলে যায়। এইবারের মধ্যে প্রকৃত সুখ খুঁজে পাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ পৃথিবী ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন না একদিন চলে যেতেই হবে থাকার জায়গা নয় আর এই থাকার জায়গা নয় এখানে হারাম পন্থায় টাকা দিয়ে বাড়ি তৈরি করার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পাওয়া কখনোই সম্ভব হবে না। তাই আমাদের সতর্ক থাকা উচিত এবং প্রকৃত সুখ কোনটি সেটি আগে ভেবে নিতে হবে।
এছাড়াও আমরা এ পৃথিবীতে প্রকৃত সুখ খুঁজে বেড়ায় সবাই। কিন্তু এই পৃথিবীতে প্রকৃত সুখ কোনটি সেটা অধিকাংশ মানুষ বোঝেও না জানেও না জানার চেষ্টাও করে না। প্রকৃত সুখ সেইটি, যেটি মহান আল্লাহ তাআলার হুকুম মতে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আদর্শ মতে যে সুখ পাওয়া যাবে সেটাই হলো প্রকৃত সুখ। আর যে সুখের চিরস্থায়ীতা থাকবে সেটাই হলো প্রকৃত সুখ। কিন্তু দুনিয়া হল ক্ষণস্থায়ী এখানে সবকিছুই ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী সুখের কোন দাম নেই। সুপ্ত সেটাই যে সুখ চিরস্থায়ী কখনোই শেষ হবে না সেটাই হলো প্রকৃত সুখ। আমরা এই দুনিয়াতে একটা কয়েত খানায় রয়েছি। দুই দিনের জন্য। এখানে আমাদের সুখ বলতে আমরা সেটাই মনে করতে পারি যেটা আমাদের মহান আল্লাহতালা যে সমস্ত হুকুম করেছেন সেই সমস্ত হুকুমের মধ্যে চলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ গ্রহণ করে জীবন যাপন করলে সেটাই হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী প্রকৃত সুখ।
আমরা যদি মহান আল্লাহতালার হুকুম এর মধ্যে থাকি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর দেখানোর জীবন পদ্ধতি গ্রহণ করি তবে ক্ষণস্থায়ী জিন্দেগী হলেও এখানে আমরা সেই প্রকৃত সুখ পাব যে সুখ আমাকে মৃত্যুর পরেও অন্য একটা সুখের মধ্যে ফেলবে আর সেই সুখ থেকেই শুরু হবে আসল সুখ যে সুখ কখনোই ছিনিয়ে নেওয়া হবে না। তাইতো আমাদের সবার উচিত দুনিয়ার জিন্দেগীতে নিষিদ্ধ পন্থায় হারাম পন্থায় মহান আল্লাহতালার হুকুমের বাইরে বেরোনবী হযরত মুহাম্মদ সাঃ এর সুন্নাতের বাইরে জীবন যাপন করা কেউ যদি প্রকৃত সুখ মনে করে কিন্তু আসলে সেটা প্রকৃত সুখ হবে না। এই অপ্রকৃত সুখ আমাদেরকে বড় দুঃখের মধ্যে ফেলে দিবে। কিভাবে বড় দুঃখের মধ্যে ফেলে দিবে তা একটু আমরা জেনে নেই। আমরা যদি প্রকৃত সুখ খুঁজতে গিয়ে যদি হারাম পন্থায় ক্ষণস্থায়ী সুখের দিকে ধাবিত হয় তবে সেটা আমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে পাপ আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের প্রান্তরে। এরপর জাহান্নামের মধ্যে নিকৃত হব আমরা তাই এখন থেকে আমরা সতর্ক হই আমরা যেন পৃথিবীর হারাম ক্ষণস্থায়ী সুখের দিকে পা না বাড়ায়।
এখন আমরা প্রকৃত সুখ আসলে কি সেটা নিয়ে কথা বলি। যে সুখ চিরস্থায়ী কখনোই শেষ হবে না যেখানে কষ্টের কোন লেশমাত্র থাকবে না সেটাই হলো প্রকৃত সুখ। দুনিয়াতে আমরা যদি কিছু প্রকৃত সুখ হালাল পন্থায় পেয়েও থাকি সেটা অত্যান্ত ক্ষণস্থায়ী। এটা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় জিন্দিগের শেষ হওয়ার সাথে সাথেই তাহা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা পরকালীন যে সুখ পাব সেই সুখ হল প্রকৃত সুখ যা কখনোই আমার হতে কেড়ে নেওয়া হবে না সেখানে কোন কিছুর অভাব হবে না। কোন প্রকার কষ্ট থাকবে না কোন প্রকার অসার কথা আমরা শুনবো না। খানার অভাব হবে না, পোশাকের অভাব হবে না, যানবাহনের অভাব হবে না, নারীর অভাব হবে না। সেই আখেরাতে জিন্দেগীতে যে সুখ আমরা পাই না কেন তাহা আমাদের থেকে কখনোই ছিনিয়ে নেওয়া হবে না সেটা কখনো কম হবে না শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর আখেরাতের জিন্দেগী সেই প্রকৃত সুখের নাম হলো জান্নাত।
আমরা এই জান্নাত লাভের জন্য। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগীতে প্রাণপণ চেষ্টা করে যায়। আর সেই প্রাণপণ চেষ্টা উপায় গুলো হলো মহান আল্লাহ তালার হুকুম মতে চলা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নির্দ্বিধায় গ্রহণ করা। আর আমরা যদি দুনিয়ার জিন্দেগীতে কথাবার্তা কাজকর্ম লেনদেন উঠাবসা সম্পদ আহরণ ইত্যাদি যদি হালাল উপায়ে করে থাকি এবং ইসলাম ধর্মের প্রতিটি নিয়ম-নীতি সুন্দর ভাবে পালন করি তবে আমরা মরণের পরেই সেই প্রকৃত সুখের সন্ধান পাব। আরজে প্রকৃত সুখ পেয়ে যাবে সে হলো সবচেয়ে বড় সফলতা অর্জন করবে।
আসুন আমরা সবাই প্রকৃত সুখে বুঝি প্রকৃত সুখ কে চিনি এবং এই প্রকৃত সুখ পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগীতে আপ্রাণ চেষ্টা করি। আজকের মত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।
** Your post has been upvoted (26.99 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan