Some talk about the theft of three machines last night.

in r2cornnell •  last year 

Some talk about the theft of three machines last night.

IMG_20221121_140905.jpg

Bismillahir Rahmanir Rahim Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

Dear friends, I hope that by the grace of Allah you are very well and healthy. I am also well by the infinite mercy of Allah Ta'ala.

IMG_20221121_140900.jpg

Today I couldn't pick up someone brought three shallow machines near my house and left them on the bank of the river and later the owner came and took them away. Today's post is about this event. Welcome and congratulations to all of you.

IMG_20221121_140851.jpg

Our home is Baaikhola, a village in Ward No. 1 of Gandail Union, Kazipur Police Station, Sirajganj District, Rajshahi Division, Bangladesh. This time the open village consisted of seven paras but six paras have been destroyed by the Yamuna river and lost in Pata river only one para remains and a dam has been constructed here to keep this Yamuna river in the Yamuna river on the east side of this para. MP Dam. Last night at the head of this dam, no thief could bring three machines ie rice machines and put them on top of them.

IMG_20221121_140053.jpg

IMG_20221121_140824.jpg

The reason it is not possible is that there is no other house after our house. There is a mosque on the south side of our house. There everyone brings paddy ie crops and fruits to the mall here. Even by boiling rice. In that sequence, we were ready to boil some donations when we saw a van passing in front of our house towards the head of the embankment at two in the morning. We also got up a little to see if someone would steal our paddy there. That's why we got up and stood on the road. On the other hand, there were two people in that van, one saw us and left straight away with a fan, and one went nowhere and could not be found. Later in the morning one day my friend went to the bank of the river and saw three machines lying there. Then he became known. And we gave this news on Facebook. Those who lost their machines came and the police were also coming. Then they took the charger machine. Because of us, in fact, the thief could not take the three machines, and later I understood what else.

IMG_20221121_135854.jpg

IMG_20221121_135951.jpg

We are the human race. We are the best creatures created by God. All our actions, behavior, speech, dealings, all kinds of actions are good and good as a human being as a Muslim. Because this world is not a place to live. One day I have to leave. Even if I don't want to go, it will be taken from me. From the beginning of the world till today, no one can live in this world, no matter how rich the rich person is, no matter how popular the person is, no one has the luck to stay in this world because this world is a test, a specific subject has to be tested at a specific time.

IMG_20221121_135755.jpg

IMG_20221121_135759.jpg

IMG_20221121_135839.jpg

Exam time as scheduled. There are specific questions, then when the time is over, the exam is over. The accounts have to be submitted. Similarly, we have entered the examination hall in this world. Allah has given us entry. We won't be allowed to stay here for a second if time runs out. We must leave at any cost. That is, if born, death will surely come, one has to enjoy the taste of death. There is no doubt about this, even those who are atheists, i.e. do not believe in God Almighty, do not believe in God, do not believe in the existence of God, cannot deny death. So death is an inevitable fact and through this death my life will end.

IMG_20221121_135648.jpg

IMG_20221121_135716.jpg

IMG_20221121_135722.jpg

So we should answer the questions correctly in the exam hall because if we answer wrongly we will not get the marks, just as we fail in the exam, if we do not answer our questions correctly in this world then we will fail i.e. we will have to stand up because of hard work in the hereafter. So we have to answer the right questions. And those answers are to protect oneself from all sinful activities and to engage in all productive activities. But the Almighty Allah will save us, be happy with us and give us eternal life in paradise.

IMG_20221121_135254.jpg

IMG_20221121_135653.jpg

And if we give the wrong answer, then our future life will be very sad, we will have to fall into trouble.

IMG_20221121_135248.jpg

The event that I want to tell is undoubtedly an evil act, that is, if we do it, the Almighty Allah will be very angry and will be unhappy with us. And one of those evil deeds is stealing. Plagiarism is a very serious act. As a result of stealing, poets commit a sin, i.e. the greatest sin. In fact, almost all of us know what theft is. I don't think it is necessary to define theft because everyone knows what theft means? How to steal? What is called theft? However, there is nothing to say about theft. Stealing means stealing another's property by stealth, taking away property, taking another's property as one's own, wrongfully enjoying another's property without the knowledge of the owner of the property. Also many others can give the definition of stealing well in many ways, I understood this much, I gave this much.

Stolen poetry is a sin, the greatest sin. And let's talk about when people do this theft. When a person suffers from soul disease, his judgment, intelligence, conscience, shame, etc. become very weak. At that time he cannot judge good and bad. Then he is more inclined towards sinful deeds and does not want to turn his mind towards good deeds i.e. he does not like good deeds. Because he is suffering from asthma. And at that time he commits various crimes and is involved in criminal activities, criminal activities are very important to himis beautiful It was then that he started stealing among other crimes.

There are different types of thieves in our society, in our family, in our country, in this world. Someone steals through a pen, someone steals through a document, someone steals at night in Aadhaar. Thus people engage in theft in various ways. No matter how he steals, if he steals another's wealth secretly or stealthily, it will be considered theft.

People make money in theft, if there is theft in the country, the one who is stolen is irreparably damaged. Many of his resources are wasted. When theft increases, every person suffers a discomfort because he cannot catch or know when any of his things are stolen. So it causes a mental discomfort.

People who steal are socially stigmatized. Because after ten days of stealing, suddenly one day he will be caught. And once caught, the thief's name is never erased. People consider him a thief for life. There is one like this next to our house now anyone who doesn't call him in front knows him as a thief behind. Everyone is wary of him. People are afraid of him because you can't tell when he steals from. Not only that person is disgraced, his whole family is also disgraced by people. Wherever his children go, wherever they study, they are put to shame. He can never come out of it. It gradually gets him well involved in sinful activities. He falls into the face of death while committing sins. There is no saying that greed is sin and death is sin. Theft first comes from greed and greed leads to sin, sin leads to death, death leads to hell.

So in our society if we judge the thief properly and we can give proper punishment then there will be no word of thief or stolen in our society. No sympathy or mercy can be shown to him. The theft of society will never stop if you show mercy to him. Whoever is the thief, if the pen is stolen, he should be punished accordingly. So let us all take strict action against theft and thieves and work together then our society will be free from this crime our state will never have theft or thief in our family.

I am ending here today with the hope that there will be no theft and thieves in our society and in our state.

###################################

গতরাত্রে তিনটি মেশিন চুরি নিয়ে কিছু কথা।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় সাথী বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভাল আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী তে ভালো আছি।

আজকে আমি আমার বাড়ির পাশে কে বা কাহারা তিনটি শ্যালো মেশিন এনে নদীর কূলে রেখে গেছে নিতে পারে নাই এবং পরে তা মালিক এসে নিয়ে গেছে। এই ঘটনার বিষয়বস্তু নিয়ে আজকের এই পোস্টটি এই পোস্টটা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন।

আমাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার গান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম হচ্ছে বাঐখোলা। এইবার খোলা গ্রামটি সাতটি পাড়া নিয়ে গঠিত ছিল কিন্তু যমুনা নদীর কড়াল গ্রাসে ছয়টি পাড়া ভেঙ্গে গেছে পাতা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে মাত্র একটি পারা রয়েছে আর এই পাড়ার পূর্ব পাশেই যমুনা নদীতে এই যমুনা নদী রাখার জন্য এখানে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে বাঁধটির নাম জয় বাঁধ বা এমপিবাঁধ। গত রাত্রে এই বাঁধের মাথায় কোন চোর তিনটি মেশিন অর্থাৎ চাল মেশিন এনে তাদের মাথায় রেখে নিতে পারে নাই চলে গেছে অর্থাৎ সকাল হয়েছে সেই কারণে মেশিন তিনটি আর নেওয়া সম্ভব হয়নি।

সম্ভব না হওয়ার কারণ হলো আমাদের বাড়ির পরে আর কোন বাড়ি নেই। আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা মসজিদ রয়েছে। সেখানে সবাই ধান অর্থাৎ ফসল ফলাদি এনে এখানে মলে। এমনকি ধান সিদ্ধ করে। সেই ধারাবাহিকতায় আমাদের কিছু দান সিদ্ধ করার জন্য রেডি করে রাখা ছিল আমরা রাত দুইটার সময় দেখি একটা ভ্যান আমাদের বাড়ির সামনে দিয়ে বাঁধের মাথার দিকে চলে যাচ্ছে। আমরাও একটু উঠে পড়লাম যে সেখানে আমাদের ধান রয়েছে ধান কেউ চুরি করবে কিনা। সেই জন্য আমরা উঠে রাস্তায় দাঁড়ালাম। ওইদিকে ওই ভ্যানে দুইজন ছিল একজন ফ্যান নিয়ে আমাদের দেখে সোজা চলে গেল আর একজন কোথায় গেল আর খোঁজ পাওয়া গেল না। পরে সকাল বেলা আমারে একদিন বন্ধু হারতে হারতে নদীর কিনারে গিয়ে দেখে তিনটি মেশিন পড়ে রয়েছে। তখন তার জানাজানি হয়ে গেল। এবং এই খবর আমরা ফেসবুকে দিলাম। এতে যাদের মেশিন হারাইছে তারা চলে আসলো এদিকে পুলিশ ও আসছিল। এরপর চার্জার মেশিন তারা নিয়ে গেল। আমাদের কারণে আসলে চোর মেশিন তিনটি নিয়ে যেতে পারে নাই পরে বুঝলাম আর কি।

আমরা মানব জাতি। আমরা শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমাদের কাজকর্ম আসার আচরণ কথাবার্তা লেনদেন যতপ্রকার কাজকর্ম রয়েছে সবই একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে উত্তম এবং ভালো হওয়া। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়। একদিন না একদিন আমাকে চলে যেতেই হবে। না যেতে চাইলেও তা আমাকে নেওয়া হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই যত প্রতাপশালী ধনী ব্যক্তি হোক যত আদরের জনপ্রিয় মানুষ হোক কাহারো এই পৃথিবীতে থাকার ভাগ্য হয় নাই হবেও না কারণ এই পৃথিবী যে একটা পরীক্ষার হল একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট বিষয় পরীক্ষা দিতে হয়।

পরীক্ষার সময় যেমন নির্ধারিত থাকে। নির্দিষ্ট প্রশ্ন থাকে এরপর সময় শেষ হলে পরীক্ষা শেষ হয় খাতা গুলো জমা দিতে হয় অনুরূপভাবে আমরা এই দুনিয়াতে পরীক্ষার হলে প্রবেশ করেছি আল্লাহতালা প্রবেশ করাইয়া দিয়েছেন। সময় শেষ হলেই আমাদেরকে এক সেকেন্ডে এখানে থাকার অধিকার দেওয়া হবে না। আমাদেরকে চলে যেতেই হবে যে কোন মূল্যে হোক না কেন। অর্থাৎ জন্মিলে মৃত্যু অবশ্যই আসবে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এ ব্যাপারে কোন প্রকার দ্বিধাদ্বন্দ নেই এমনকি যারা নাস্তিক অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না আল্লাহ তালাকে মানে না আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয় তারাও মৃত্যুকে অস্বীকার করে না করতে পারে না। তাই মৃত্যু অনিবার্য সত্য আর এই মৃত্যুর মাধ্যমেই আমার শেষ হবেদের জীবন সঙ্গ লীলা।

তাই আমাদের উচিত পরীক্ষার হলে যেমন সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে কারণ ভুল উত্তর দিলে নাম্বার পাওয়া যাবে না পরীক্ষায় যেমন ফেল করা হয় তেমনি এই দুনিয়ার আমাদের প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে না দেই তবে আমরা ফেল করব অর্থাৎ আখিরাতে কঠিন কাজ করায় দাঁড়াতে হবে। তাই আমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর সেই উত্তরগুলো হলো সমস্ত পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করা এবং সমস্ত পণ্যের কাজে ধাবমান হওয়া । তবে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে নাজাত দিবেন আমাদের প্রতি খুশি হবেন আমাদেরকে অনন্ত সুখের জিন্দেগী জান্নাত দান করবেন।

আর যদি আমরা ভুল উত্তর করি ভুল উত্তর দেই তাহলে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ পরকালের জিন্দেগি অত্যন্ত দুঃখের হবে, কষ্টের পতিত হতে হবে।

যে ঘটনা বলতে চেয়েছি সেই ঘটনা নিঃসন্দেহে একটা মন্দ কাজ অর্থাৎ এটা করলে মহান আল্লাহতালা অত্যন্ত বেজার হবেন আমাদের প্রতি অখুশি থাকবেন। আর সেই মন্দ কাজগুলোর মধ্যে একটি হল চুরি করা। চুরি করা অত্যন্ত গহিত কাজ। চুরি করার ফলে কবিরা গুনাহ হয় অর্থাৎ সবচাইতে বড় গুনাহ হয়। আসলে আমাদের প্রায় সবাই জানে চুরি কাহাকে বলে। চুরির সংজ্ঞা দেওয়ার প্রয়োজন মনে করিতেছি না কারণ সবাই জানে চুরির অর্থ কি ? চুরি করে কিভাবে? চুরি কাহাকে বলে? এরপরও চুরি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। চুরি অর্থ চুপিসাড়ে অন্যের সম্পদ কুক্ষিগত করা, সম্পদ হরণ করা, অন্য সম্পদ নিজের করে নেওয়া, অন্যর সম্পদ অন্যায় ভাবে ভোগ করা যা সম্পদের মালিক জানতে পারেনা। এছাড়াও চুরি করার সংজ্ঞা আরো অনেকে অনেক ভাবে ভালোভাবে দিতে পারেন আমি এতোটুকুই বুঝলাম, এতোটুকুই দিলাম।

চুরি করা কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ। আর এই চুরি মানুষ কখন করে সে বিষয়ে কিছু কথা বলি। মানুষ যখন আত্মা রোগে ভোগ তখন তাহার বিচার বুদ্ধি বিবেক লজ্জা শরম ইত্যাদি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। সেই সময় সে ভালো মন্দের বিচার করিতে পারেনা। তখন সে পাপ কাজের দিকে বেশি ধাবিত হয় এবং নেকি হয় এমন কাজের দিকে তার মন যেতে চায় না অর্থাৎ নেকির কাজগুলো তার ভালো লাগেনা। কারণ সে তো আত তারোগে ভুগতেছে। আর সেই সময় সে বিভিন্ন অপরাধ করে থাকে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকে অপরাধ কর্মকান্ড তার কাছে অত্যন্ত শোভনীয় হয়। তখনই অন্যান্য অপরাধের পাশাপাশি সে চুরিও করতে থাকে।

বিভিন্ন প্রকার চোর আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রীয় আমাদের এই বিশ্বে রয়েছে। কেউ চুরি করে কলমের মাধ্যমে কেউ চুরি করে দলিলের মাধ্যমে কেউ চুরি করে রাতে আধারে । এভাবে বিভিন্ন প্রকার বিভিন্নভাবে মানুষ চুরি কাজের সাথে লিপ্ত থাকে। যেভাবেই সে চুরি করুক না কেন সে যদি অন্য সম্পদ অগোচরে বা চুপিসাড়ে হরণ করে কুক্ষিগত করে তবে তাহাই চুরি হিসেবে সাব্যস্ত হবে।

চুরিতে মানুষের সম্পাদানি ঘটে, দেশে চুরি-চামারি হলে যার চুরি হয় তার অপরিণীয় ক্ষতি হয়ে থাকে। তার অনেক সম্পদ নষ্ট হয়ে থাকে। চুরি করা বেড়ে গেলে প্রত্যেকটি মানুষ একটা অস্বস্তিতে ভোগে কারণ তার কোন জিনিস কখন চুরি হয় সে সেটা তার ধরতে পারে না জানতেও পারেনা। তাই এটা একটা মানসিক অস্বস্তির কারণ হয়ে থাকে।

যারা চুরি করে তাদের সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হয়। কারণ দশ দিন চুরি করতে করতে হঠাৎ একদিন সে ধরা পরবেই। আর একবার ধরা পড়লে তার যে চোর নাম বের হয় সেটা আর কখনোই মুছে যায় না। মানুষ তাকে আজীবন চোর বলেই সাব্যস্ত করে। আমাদের বাড়ির পাশে একজন এরকম রয়েছে এখন যে কেউ তাকে সামনে যদি নাও বলে পিছনে তাকে চোর বলেই জানে। তার থেকে সবাই সাবধান থাকে। তাকে দেখে মানুষ ভয় পায় কারণ সে কখন কার চুরি করে বলা যায় না। শুধু সেই মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় না তার পুরো ফ্যামিলি পুরো পরিবার মানুষের কাছে হেও প্রতিপন্ন হয়ে থাকে। তার সন্তানগুলো যেখানেই যাক যেখানেই পড়তে যাক সেখানেই তারা লজ্জার পতিত হতে হয়। সে কখনো এ কাছ থেকে বের হয়ে আসতে পারে না। এটা তাকে ধীরে ধীরে পাপ কাজে ভালোভাবে জড়িয়ে ফেলে। পাপ কাজ করতে করতে সে মৃত্যুর মুখে পতিত হয়। ওই যে কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু। চুরি হয় প্রথমে লোভ থেকে আর লোভ করলে পাপ হয় পাপ মৃত্যুর দিকে নিয়ে যায় মৃত্যু নিয়ে যায় তাকে জাহান্নামের দিকে।

তাই আমাদের সমাজে যদি আমরা চোরের সঠিক বিচার করি সঠিক শাস্তি আমরা দিতে পারি তাহলে আমাদের সমাজে চোর বা চুরি করা কোন শব্দ থাকবে না। তার প্রতি কোনো প্রকার সিমপ্যাথি বা করুণা দেখানো যাবে না। তার প্রতি করুণা দেখাতে গেলেই সমাজের চুরি কখনোই বন্ধ হবে না। সে যেই চোর হোক না কেন যদি কলম চোর হয়ে থাকে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাই আসুন আমরা সবাই চুরি এবং চোরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেই এবং একযোগে কাজ করি তাহলে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রীয় কখনোই চুরি বা চোর থাকবে না এই অপরাধ হতে আমাদের সমাজ মুক্ত হবে।

আশা করি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে চুরি এবং চোর যেন না থাকে এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hi! I just curated your content!


Please take a moment to vote for my witness.
🗳️ https://blurtwallet.com/~witnesses?highlight=outofthematrix

70ovpe.jpg


** Your post has been upvoted (16.22 %) **